শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০৩:৩৫ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভবিষ্যতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি উদ্যোগ নিতে হবে: আইজিপি

সুজন কৈরী : [২] মঙ্গলবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের সকল ইউনিট প্রধান ও কর্মকর্তাদের সঙ্গে ঈদ কেন্দ্রিক পুলিশি সেবার মান পর্যালোচনা ও মান উন্নয়নের জন্য ডি ব্রিফিং অনুষ্ঠানে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, জনগণের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সর্বোচ্চ সেবা দিতে হবে। জনগণকে উন্নত সেবা দেয়ার মাধ্যমে দেশের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আমরা পুলিশে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছি।

[৩] প্রত্যেক প্রতিষ্ঠানকে একটি প্রবাহমান নদীর সাথে তুলনা করে আইজিপি বলেন, পরিবর্তন কোনো স্থায়ী বিষয় নয়। পরিবর্তন হয় বাস্তবতার নিরিখে, সময়ের প্রয়োজনে। পরিবর্তনে বাধা আসতে পারে। তবুও দেশ ও জনগণের কল্যাণে সময়ের প্রয়োজনে পরিবর্তন আনতে হয়।

[৪] সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, এজন্য প্রয়োজন ‘স্মার্ট রিসোর্স ম্যানেজমেন্ট এন্ড রিসোর্স প্ল্যানিং’।

[৫] পবিত্র ঈদুল আযহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করায় পুলিশের সকল ইউনিট প্রধান, অফিসার ও ফোর্সকে আন্তরিক ধন্যবাদ জানান আইজিপি। ভবিষ্যতে জনগণের ঈদযাত্রা কিভাবে আরও নির্বিঘ্ন করা যায়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যও পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতুতে যানজট নিরসনের জন্য টোল আদায়ের টিকিট অগ্রিম বিক্রি করা যায় কিনা তা দেখার জন্য নির্দেশ দেন আইজিপি।

[৬] কোভিড সংক্রমণের বিষয়ে পুলিশ প্রধান বলেন, প্রয়োজনীয় সুরক্ষা ও সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা গ্রহণের ফলে পুলিশে আক্রান্ত ও মৃত্যুর হার বর্তমানে অনেক কমে এসেছে। তিনি বলেন, সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো সদস্য কোভিড আক্রান্ত হননি। তিনি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে করনোকালে প্যানডেমিক পুলিশিং নীতি অনুযায়ী দায়িত্ব পালন অব্যাহত রাখতে পুলিশ অফিসার ও ফোর্সকে নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়