শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ০৮:৪০ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ৫০ জনের মৃত্যু, শনাক্ত ১৯১৮, সুস্থ ১৯৫৫ (ভিডিও)

মহসীন কবির : [২] মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে  অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৩] তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ৩২৩৪ জন। মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৪ হাজার ২০ জন। মৃতদের মধ্যে ৪৪ জন পুরুষ, ৬ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৪৫ জন এবং বাসায় ৫ জন।  মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ। ঢাকা বিভাগে ২৯ জন চট্টগ্রামের ৫ জন, সিলেটের ১ জন, রংপুরের ৪ জন, খুলনার ৪ জন, রাজশাহীর ৫ জন, ময়মনসিংহের ১ জন এবং বরিশাল বিভাগের ১ জন।

[৪] তিনি জানান, বয়স বিশ্লেষণ করে তিনি জানান, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন।

[৫] তিনি জানান, গত ২৪ ঘন্টায় মোট ৮ হাজার ১২৩ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ৭ হাজার ৭১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ১ হাজার ২৫৬ জনের। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৮৭ শতাংশ।

[৬] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৫৫ জন, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৩১।

[৭] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৩৭৪ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৫২ হাজার ৬৪৭ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭০৮ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৩৪ হাজার ১৫৬ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৮ হাজার ৪৯১ জন।

[৮] দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়