শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ০১:২৩ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীতে কোরবানির পশুর চামড়া বিক্রি হচ্ছে না, বেশির ভাগই দান করে দেওয়া হচ্ছে এতিম খানায় ও মাদ্রাসায়

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি: [২] চামড়া বিক্রি করতে না পাড়ায় এবার যারা কোরবানি দিয়েছেন তারা সেগুলো মাদরাসা ও এতিমখানায় দান করে দিচ্ছেন।

[৩] উপজেলা সদর ও পৌর শহরের আলহাজ্ব নাসির উদ্দিন খান, সোহেল মৃধা, খোরশেদ আলম, গরু কোরবানি করেছেন। এদের কেউই গরুর চামড়া বিক্রি করতে পারেননি। উপায় না পেয়ে তাদের কোরবানির পশুর চামড়া এতিমখানা ও মাদরাসায় দান করেছেন।

[৩] বাজারে গরু ও ছাগলের চামড়ার কোনো মূল্য না থাকায় এখন আর কোরবানির পশুর চামড়া কিনতে চাইছে না বেপারিরা। দু’এক জন ব্যাপারী চামড়া কিনতে চাইলেও পশুর সাইজ দেখে দাম বলেছে। ছাগল ১০ থেকে ২০ টাকা ও গরুর ৫০ থেকে ১০০ টাকা। এত কম দাম শুনে কোন উপায় না পেয়ে এবার যারা কোরবানি দিয়েছেন তাদের পশুর চামড়াগুলো এতিমখানা ও মাদরাসায় দান করে দিয়েছেন। এ উপজেলায় সকলেরই এমন অবস্থা বলে জানাগেছে।

[৪] আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দরের নিজাম উদ্দিন ও চাওড়া ইউনিয়নের আলতাফ হোসেন হাওলাদার জানান, এবার কোরবানি ঈদে বেপারিরা কেউ চামড়া কিনতে আসছে না। কোনো উপায় না পেয়ে স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় দান করে দিয়েছি।

[৫] উপজেলার বেশ কয়েক জন চামড়া ব্যবসায়ী জানান, মিডিয়াম সাইজের একটি গরুর চামড়ার মূল্য ৫০ টাকা আর বড় সাইজের গরুর চামড়ার মূল্য ১০০ টাকা। তদ্রæপ ছাগলের একটি চামড়ার মূল্য ১০ থেকে ২০ টাকা। তারপরে চামড়াগুলো ভালো হলে কিনবে, আর না হলে তা কিনবে না।

[৬] দাম কমের কারণ হিসেবে চামড়ার ব্যাপারী আ.মালেক বলেন, পশু চামড়া ব্যবসায় বাজারে এখন আর কোনো লাভ নেই। একেকটি পশুর চামড়া কিনে আমাকে ১০০ থেকে ১৫০ টাকার লবণ লাগিয়ে রাখতে হবে। তারপর বিক্রি করতে গেলে আমি তা ১৫০ থেকে ২০০ টাকার বেশি দামে বিক্রি করতে পারবো না। তাই এবার কোরবানিতে চামড়া কিনিনি।

[৭] এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, বাজারে কোরবানি পশুর চামড়া বিক্রি হচ্ছে না এ বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। আমি বিষয়টি যেনে পরবর্তি ব্যবস্থা গ্রহন করবো। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়