শিরোনাম
◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ১০:১৭ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার পরিসংখ্যানবিদ দেখালেন সাকিবই সর্বকালের সেরা অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক : [২] অস্ট্রেলিয়ান ক্রিকেট পরিসংখ্যানবিদ বিখ্যাত ক্রিকেটের পরিসংখ্যান সাইট সিএসডব্লিউ এর সহ প্রতিষ্ঠাতা রিক ফিনলে সাকিব আল হাসানকে টেস্টে সেরা অলরাউন্ডার হিসেবে দাবী করেছেন। নিজের এক টুইট বার্তায় অলরাউন্ডার নির্বাচনের কিছু মাপকাঠি তুলে ধরে তার ভিত্তিতে সাকিবকে সেরা দেখান তিনি।

[৩] সেরা অলরাউন্ডার নির্বাচনে অনেক সময়ই অনেক বিতর্ক দেখা যায়। এক্ষেতররে সেরা অলরাউন্ডার কীভাবে নির্ধারণ করা হবে তা নিয়ে রয়েছে অনেকের মধ্যে তর্ক রয়েছে। কেউ বলে পারফরম্যান্স, কেউ বলে আইসিসির অলরাউন্ডার তালিকা, কেউ বলে ম্যাচ জয়ে ভূমিকা।

[৪] অন্য সবার মত অস্ট্রেলিয়ান পরিসংখ্যানবিদ রিক ফিনলেও একটি উপায় বের করেন সর্বকালের সেরা অলরাউন্ডার বিবেচনার। রিক ফিনলের উপায় হচ্ছে একজন খেলোয়াড় প্রতি টেস্টে গড়ে যত রান করেছে তার সাথে প্রতি টেস্টে গড়ে যত উইকেট নিলো তা গুন করা।

[৫] এতে যত পয়েন্ট আসবে সেটা তার রেটিং। যার রেটিং বেশি সে সেরা। এখানে তিনি বিবেচনা করেছেন টেস্ট ক্রিকেটে কমপক্ষে ২০০০ রান করা ও ১০০ উইকেট নেওয়া খেলোয়াড়দের।
রিক ফিনলেন এই মাপকাঠিতে বিচার করলে দেখা যায় যে, সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার পরে আছেন ক্যারিবীয় গ্রেট গ্যারি সোবার্স, সোবার্সের পরে আছেন ইংলিশ গ্রেট স্যার ইয়ান বোথাম।

[৬] সবার রেটিংও ঠিক করে দিয়েছেন ফিনলে। যেখানে সাকিবের রেটিং ২৫৯, গ্যারি সোবার্সের ২১৮, ইয়ান বোথামের ১৯১ ও ক্রিস ক্রেইনসের ১৮৮। বেন স্টোকসের অবস্থান বেশ পিছনে এই তালিকায়। ১১তম স্থানে থাকা বেন স্টোকসের পয়েন্ট ১৫৮।

  • সর্বশেষ
  • জনপ্রিয়