শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ  তদারকি করছেন মেয়র আতিকুল-তাপস

শরীফ শাওন : [২] ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, বর্জ্য অপসারণে নগরীতে ২৫৬টি স্থান চিহ্নিত করা হয়েছে। ঈদে উৎপন্ন ১০ হাজার টন বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করা হবে।

[৩] দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। পরিচ্ছন্নকর্মী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী কেউ ছুটিতে নেই। এবার বর্জ্য অপসারণে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

[৪] ডিএনসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বেশ কিছু স্থানে, ৩১, ২৭ ও মিরপুর ৮ নং ওয়ার্ডের বর্জ্য অপসারণ শতভাগ শেষ হয়েছে। বাকি স্থানে কাজ চলছে। আশা করছি রাতের মধ্যেই কাজ শেষ হবে।

[৫] ঈদুল আযহা উপলক্ষে কোরবানিকরা পশুর বর্জ্য অপসারণে কাজ করছে সাড়ে ১৭ হাজার কর্মী। ডিএনসিসি’র নিজস্ব, আউটসোর্সিং এবং প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার কর্মীসহ ১১ হাজার ৫০৮ জন পরিচ্ছন্নতা কর্মী মাঠে থাকবে। বর্জ্য অপসারণে তিন শতাধিক যানবাহন, ৪২ টন ব্লিচিং পাউডার, ১৮শ’ লিটার তরণ জীবাণুনাশক ও ছিটানোর জন্য ১২টি গাড়ির ব্যবস্থা রাখা হয়। ডিএসসিসি বর্জ্য ব্যবস্থাপনায় ১ লাখ বিশেষ ব্যাগ বিতরণ, পশু জবাইয়ে ৭৫টি নির্দিষ্ট স্থান ও জনসচেতনতায় ১ লাখ লিফলেট বিতরণ করে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়