শরীফ শাওন : [৩] ধারণা করা হচ্ছে, আরও এক লাখ পশু পরোক্ষভাবে বিভিন্ন অনলাইন শপ থেকে বিক্রি হয়েছে। সরকারী প্লাটফর্ম ফুড ফর ন্যাশন ৪০ হাজার গরু বিক্রি ট্র্যাক করতে পেরেছে। এভাবে পুরো অনলাইন বাজারে প্রত্যক্ষ বিক্রিত পশুর সংখ্যা বের হয়ে আসছে।
[৪] শুক্রবার দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্য নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর যৌথ অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়।
[৫] সম্মেলনে বলা হয়, ডিজিটাল হাট, সম্পৃক্ত মার্চেন্ট ও ই-ক্যাব মেম্বারদের অনলাইনে বিক্রিত গরু, ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৮০০ । জেলাভিত্তিক সরকারী প্লাটফর্ম থেকে কমপক্ষে ৫৫০০ গরু-ছাগল বিক্রি হয়েছে । নরসিংদীতে বিক্রি হয়েছে ৫১৭টি। বাংলাদেশ ডেইরী ফার্ম এসোসিয়েশন এর সদস্যভূক্ত কোম্পানীর অনলাইন ফ্লাটফর্ম থেকে বিক্রিত পশু কমপক্ষে ৯৫০০। বিচ্ছিন্ন অন্যান্য প্লাটফর্ম থেকে ৫ শতাধিক গরু বিক্রি হয়েছ । এছাড়া, পাঁচলাখ গরু ফেসবুকসহ বিভিন্ন প্লাটফর্মে প্রদর্শিত হয়েছে।
[৬] ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) প্রেসিডেন্ট জনাব শমী কায়সার, ডিজিটাল হাটের উদ্যোগে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে।
[৭] জেনারেল সেক্রেটারী আব্দুল ওয়াহেদ তমাল বলেন, সঠিক পশু, ওজন, রোগবালাই যাচাই করাসহ ক্রেতা ও খামারিদের সুবিধার্থে সঠিক মূল্য নিশ্চিত করার মত প্রতিটি ধাপে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব