শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের অপরিবর্তিত দল

স্পোর্টস ডেস্ক : [২] শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সিরিজ হারানো দলে অনুমিতভাবে কোন বদল আনেনি ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৪ জনের সেই দলই দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। বুধবার (৫ অগাস্ট) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তানের সিরিজের প্রথম টেস্ট।

[৩] ১৩ অগাস্ট সাউদাম্পটনের রোজ ভৌলে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ২১ অগাস্ট থেকে তৃতীয় ও শেষ টেস্টও হবে একই মাঠে। ওয়েস্ট ইন্ডিজের মতো এই সিরিজের জৈব সুরক্ষিত পরিবেশে দর্শকশূন্য মাঠে খেলা হবে। প্যাভিলিয়নের মধ্যেই অভিজাত আবাসিক হোটেল থাকায় রোজ ভৌল আর ওল্ড ট্রাফোর্ডে এবারও বেছে নেয় ইসিবি। এক সিরিজ শেষ করার পর ক্রিকেটারদের পরিবারের সঙ্গে দেখা করতে অনুমতি দিয়েছিল বোর্ড। ক্রিকেটাররা যার যার বাড়ি থেকে ফিরলে আবার তাদের করোনা পরীক্ষা করানো হবে।

[৪] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউদাম্পটনে প্রথম টেস্ট হেরেও পরের দুই টেস্টে দাপট দেখিয়ে জিতে জো রুটের দল। সিরিজ জেতার পথে মিডল অর্ডার আর পেস আক্রমণে আসে বদল। পাকিস্তানের বিপক্ষে তাই ছন্দে থাকা একটি কম্বিনেশন নামানোর অবস্থায় থাকবে স্বাগতিকরা।

[৫] পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাউলি, স্যাম কারান, অলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড। রিজার্ভ: জেমস ব্রেসি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ। - ক্রিকইনফো/ ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়