জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] জেলা নগরীর কর্ণফুলী থানাধীন চর ফরিদ ও চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় র্যাবের পৃথক অভিযানে ১২ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
[৩] বুধবার (২৯ জুলাই) তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব। অভিযান চলাকালে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পাশাপাশি একটি পিকআপ ও একটা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
[৪] আটক চারজন হলো- ছদাহা ফকিরহাট আশ্রয়ণপ্রকল্প এলাকার মো. রফিকের ছেলে আজিজুল হক রুবেল (২৮), সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকার মো. শফির ছেলে মো. শওকত হোসেন (২৫), চিববাড়ি এলাকার মো. ইলিয়াছের ছেলে মো. তৈয়ব আলী (২৬) ও নোয়াখালী জেলার কবিরহাট নরসিংহপুর এলাকার মো. শহিদ উল্লার ছেলে মো. নুর আলম (২৬)।
[৫] এদের মধ্যে শওকত হোসেন ও আজিজুল হক রুবেলকে কর্ণফুলী থানাধীন চরফরিদ এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এবং তৈয়ব আলী ও নুর আলমকে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ বহদ্দারহাট এলাকা থেকে আটক করে র্যাবের পৃথক দুইটি টিম।