অহিদ মুুকুল, নোয়াখালী : [২] জেলার হাতিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জন জেলে নিয়ে একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এতে একজন নিহত হয়েছে। বাকিদের উদ্ধার করা হয়েছে।
[৩] নিহত জেলের নাম রায়হান। তিনি উপজেলার বুড়ির চর ইউপির ফরিদ উদ্দিনের ছেলে।
[৪] বুধবার ভোরে হাতিয়ার রহমত খাল নামক স্থান থেকে ২০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে গ্যাস ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে।
[৫] হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, নৌকাটি বঙ্গোপসাগরে গ্যাস ফিল্ড এলাকায় পৌঁছলে প্রচন্ড বাতাস ও তীব্র ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। পরে অন্য নৌকায় থাকা জেলেরা তাদের উদ্ধার করে। সম্পাদনা: জেরিন আহমেদ