শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ১০:৪২ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদুল আযহায় ৩ দিনের যুদ্ধবিরতি পালন করবে আফগান তালেবানরা

ইমরুল শাহেদ : [২] তালেবানরা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছেন, এ ব্যাপারে তালেবানদের সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে। ঈদুল আযহা ৩১ জুলাই শুক্রবার থেকে শুরু হয়ে শেষ হবে ৩ আগস্ট। টাইমস অব ইন্ডিয়া, আল-জাজিরা, এএফপি

[৩] তালেবানদের একটি বিবৃতিকে উদ্ধৃত করে রাশিয়ান বার্তা সংস্থা স্ফুটনিক জানিয়েছে, ‘এই ক’দিন আফগান নাগরিকরা অনেক বেশি নিরাপদ ও আনন্দে থাকতে পারবেন। ঈদুল আযহার এই তিন দিনে শত্রু বাহিনীর ওপর হামলা চালাতে বারণ করা হয়েছে সকল মুজাহিদীনকে।’

[৪] বিবৃতিতে বলা হয়েছে, যদি শত্রু বাহিনী তাদের ওপর হামলা চালায় তাহলে তারা বসে থাকবে না। অবশ্যই তার জবাব দেওয়া হবে।

[৫] আফগান প্রেসিডেন্ট বলেছেন, বন্দি বিনিময়ের কারণে তালেবানদের সঙ্গে আলোচনার পথ অনেকটাই সুগম হয়েছে। তাতে অনেকগুলো বাধাও অতিক্রম করা গেছে।

[৬] আশরাফ ঘানি কর্মকর্তাদের বলেছেন, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র-তালেবানদের মধ্যে সম্পাদিত চুক্তি অনুসারে শান্তির প্রতি প্রতিশ্রুত ইসলামি প্রজাতন্ত্র পাঁচ হাজার বন্দি তালেবানের মুক্তির প্রক্রিয়া
শিগগিরই শেষ করবে।

[৭] তিনি বলেন, এই প্রক্রিয়া শেষ করার এক সপ্তাহের মধ্যেই আফগান সরকার ও তালেবানদের মধ্যে সরাসরি সমঝোতার আলোচনা শুরু হবে।

[৮] প্রেসিডেন্টের মুখপাত্র সাদেক সিদ্দিক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, কাবুল সরকারও যুদ্ধবিরতি পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়