রিয়াদ ইসলাম, ঈশ্বরদী প্রতিনিধি : [২] ঈশ্বরদীতে ১ হাজার ২০০ লিটার চোলাইসহ ৯জনকে গ্রেপ্তার পুলিশ।
[৩] মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পৌরসভার দড়িনারিচা হরিজন কলোনীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
[৪] গ্রেপ্তার হলেন- উপজেলার স্কুলপাড়া এলাকার বীরেন দাশের ছেলে বিপ্লব দাশ (২৯), মাঝদিয়া বড়পাড়া এলাকার মৃত এরশাদ আলীর ছেলে শাহাবুল (৩০), ফতেমোহাম্মদপুর এলাকার আইনুল হকের ছেলে জুমরাতি (৪০), মৃত আবতার হোসেনের ছেলে রাজু (৩৭), দড়িনারিচা এলাকার সুবদেব বাঁশফোরের ছেলে সুভাস কুমার ওরফে ধলা (২৭), শেরশাহ রোড এলাকার মৃত শওকত আলির ছেলে চঞ্চল (২৬), চরমিরকামারী মাথালপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে হেলাল প্রামাণিক (২৬) এবং পশ্চিম টেংরী কাচারি পাড়া এলাকার মৃত বাবলুর ছেলে রাসেল (৩২)।
[৫] অভিযানে নেতৃত্ব দেওয়া ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে দড়িনারিচা হরিজন কলোনীতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। এসময় কাছে থাকা ১৮টি প্লাস্টিকের জারকিন ও চারটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে এসব মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলেও জানান তিনি। সম্পাদনা : হ্যাপি