শিরোনাম
◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেপ্তার ৯

রিয়াদ ইসলাম, ঈশ্বরদী প্রতিনিধি : [২] ঈশ্বরদীতে ১ হাজার ২০০ লিটার চোলাইসহ ৯জনকে গ্রেপ্তার পুলিশ।

[৩] মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পৌরসভার দড়িনারিচা হরিজন কলোনীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তার হলেন- উপজেলার স্কুলপাড়া এলাকার বীরেন দাশের ছেলে বিপ্লব দাশ (২৯), মাঝদিয়া বড়পাড়া এলাকার মৃত এরশাদ আলীর ছেলে শাহাবুল (৩০), ফতেমোহাম্মদপুর এলাকার আইনুল হকের ছেলে জুমরাতি (৪০), মৃত আবতার হোসেনের ছেলে রাজু (৩৭), দড়িনারিচা এলাকার সুবদেব বাঁশফোরের ছেলে সুভাস কুমার ওরফে ধলা (২৭), শেরশাহ রোড এলাকার মৃত শওকত আলির ছেলে চঞ্চল (২৬), চরমিরকামারী মাথালপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে হেলাল প্রামাণিক (২৬) এবং পশ্চিম টেংরী কাচারি পাড়া এলাকার মৃত বাবলুর ছেলে রাসেল (৩২)।

[৫] অভিযানে নেতৃত্ব দেওয়া ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে দড়িনারিচা হরিজন কলোনীতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। এসময় কাছে থাকা ১৮টি প্লাস্টিকের জারকিন ও চারটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে এসব মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলেও জানান তিনি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়