শিরোনাম
◈ আরও সাড়ে তিন মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ◈ ঢাকা-৯ আসনে বিএনপির ফাঁকা আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির ডা. তাসনিম জারা ◈ সরকারকে সতর্ক করল বিএনপি: জুলাই জাতীয় সনদের লিখিত বিষয়ের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় ◈ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর ◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০২:০৩ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রোলের জবাবে নজিরবিহীন জবাব দিলেন অমিতাভ বচ্চন!

রাশিদ রিয়াজ : [২] কোভিডে আক্রান্ত অমিতাভ বচ্চন রয়েছেন মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে। ভক্তদের মধ্যে কেউ একজন বলেছেন, ‘আমি চাই আপনি করোনায় মরে যান।’ টাইমস অব ইন্ডিয়া

[৩] পাল্টা অমিতাভ লিখেছেন, ‘কেউ চায় আমি কোভিড সংক্রমণে মরে যাই। তুমি যেই হও, নিজের বাবার নামটাও এখানে লেখনি। কারণ জানোই না যে কে তোমায় বাবা। বিগ বি আরও লিখেছেন যে, ‘দুটো ঘটনা ঘটতে পারে। হয় আমি বাঁচব। নয়তো মরে যাব। যদি আমি মরে যাই তাহলে কোনও সেলিব্রিটির নাম জড়িয়ে তোমার কুকথা লেখার কী হবে করুণা হয়। জানবে অমিতাভ বচ্চনকে আক্রমণ করে এসব লিখছ বলেই নজরে এসেছ। এসব করে কিছু হবে না। আর যদি আমি ভগবানের দয়ায় বেঁচে থাকি এবং সুস্থ থাকি তাহলে শুধু আমার কাছ থেকে নয়, আমার ৯ কোটি একনিষ্ঠ ভক্তদের থেকেও নিন্দার ঝড় সামলাতে হতে পারে। আমার ভক্তরা আমার বর্ধিত পরিবার।’

[৪] এখানেই থামেননি অমিতাভ। লিখেছেন, ‘আমি আমার ভক্তদের এখনও এসব বলিনি। তবে যদি বেঁচে থাকি তাহলে ওদের সবই বলব। জেনে রেখো, তাঁরা একটা জোরালো শক্তি যা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে রয়েছে। তাঁরা শুধুমাত্র একটি বর্ধিত পরিবারই নয়। সেই বর্ধিত পরিবার নিমেষে ভস্মও করে দিতে পারে। আমার তাঁদেরকে শুধু এইটুকুই বলার অপেক্ষা যে, ঠোক দো সালে কো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়