শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০৭:৪৬ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

রাহুল রাজ : [২] ওয়ানডে বিশ্বকাপ সুপার লীগ চালু করলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার ২৭ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক এই সংস্থা। যেখানে অংশগ্রহণ করবে ১৩ টি দল। ৩০ জুলাই ইংল্যান্ড- আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট।

[৩] ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বকাপ সুপার লিগ চালু করেছে আইসিসি। আইসিসির পূর্ন সদস্যের ১২ দল ও ২০১৫-১৭ ক্রিকেট সুপার লিগের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস অংশ নিবে। যেখান থেকে শীর্ষ ৭ দল সরাসরি ২০২৩ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি দলগুলোকে লড়তে হবে বাছাইপর্বে।

[৪] বিশ্বকাপ সুপার লিগের অধীনে প্রতিটি দল মোট ৮টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে, যার চারটি হোম সিরিজ এবং চারটি অ্যাওয়ে সিরিজ। সবগুলো সিরিজ হবে ৩ ম্যাচের। অর্থাৎ মোট ম্যাচ খেলবে ২৪ টি।

[৫] ওয়ানডে সুপার লিগে ১২ টি প্রতিপক্ষের সবার সাথে কোন দল খেলার সুযোগ পাচ্ছেনা। ৮ টি সিরিজ হওয়ায় প্রত্যেক দল ৮ টির বিপক্ষে খেলবে । তবেএকটা দল ওয়ানডে লিগের বাহিরেও সিরিজ খেলার সুযােগ পাবে।

[৬] সে হিসেবে বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশ যে ৮ টি দলের বিপক্ষে খেলবে সে দেশ গুলো হলো : ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড। কোন সময় এই প্রতিপক্ষগুলোর বিপক্ষে সিরিজ হবে সেই সূচি এখনো জানায়নি আইসিসি।

[৭] অর্থাৎ, এর বাইরে এর বাহিরে খেলার সুযােগ হচ্ছে না অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে । তবে এই চার দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে কোন বাধা নেই বাংলাদেশের। সেক্ষেত্রে ম্যাচ গুলো ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত হবে না ।

[৮] বাংলাদেশের ৮ টি সিরিজের কোন চারটি দলের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ খেলবে সেটা এখনাে চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে টাইগারদের ঘরের মাঠে সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। আর প্রতিপক্ষের মাঠে খেলতে হবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়