শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০৪:০০ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আয়ারল্যান্ড সিরিজে ইংল্যান্ডের তারুণ্যনির্ভর দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের মহামারীর কারণে কয়েক মাস পিছিয়ে দেয়া হয়েছিল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ। আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হচ্ছে আইসিসির এই নতুন লিগ পদ্ধতি।

[৩] সোমবার আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এছাড়া রিজার্ভ রাখা হয়েছে রিচার্ড গ্লেসন, লুইস গ্রেগরী এবং লিয়াম লিভিংস্টনকে।

[৪] ৪ বছর পর ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন রিস টপলি। ইংল্যান্ডের হয়ে ১০টি ওয়ানডে খেলা এই পেসার ২০১৬ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। দলে ফিরেছেন লিয়াম ডওসন, স্যাম বিলিংস এবং ডেভিড উইলিরাও।

[৫] আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছে বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, মার্ক উড, জো রুট এবং জোফরা আর্চারদের। অধিনায়ক ইয়ন মরগানদের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মঈন আলী।

[৬] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের স্কোয়াড থেকে বাদ পরলেও ওয়ানডে স্কোয়াডে আছেন জো ডেনলি।

[৭] ইংল্যান্ডের ১৪ জনের স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মইন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, টম কারান, লিয়াম ডওসন, জো ডেনলি, সাকিব মাহমুদ, আদিল রশিদ, জেসন রয়, রিস টপলি, জেমস ভিন্স, ডেভিড উইলি।
রিজার্ভ: রিচার্ড গ্লেসন, লুইস গ্রেগরী এবং লিয়াম লিভিংস্টন। -ক্রিকইনফো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়