শিরোনাম
◈ গণ‌ভোট নি‌য়ে রাজনী‌তির মাঠ গরম, অথচ গণভোটের বিষয়গুলো বুঝতে পারছেন না ভোটাররা ◈ এক ম‌্যাচ আ‌গেই শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ওয়ান‌ডে সিরিজ জিত‌লো পাকিস্তান  ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে বিশ্বকাপে চোটের নাটক করেছিলেন আফগানিস্তান ক্রিকেটার গুলবা‌দিন নাইব ◈ ভুল নেতৃত্বে অশান্তি–সহিংসতায় তলিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, দিকহীনতা, হতাশা ও ক্ষোভে ফুঁসছে ত্যাগী নেতাকর্মীরা ◈ হাতজোড় করে শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানালেন ‌পি‌সি‌বি সভাপ‌তি মহ‌সিন নকভি ◈ সাগর থেকে মাছ আহরণে এগিয়ে ভারত-মায়ানমার, পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ◈ চীনে ৭০ বছরে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ◈ এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও ◈ রেমিট্যান্স বাড়ছে, শ্রম রপ্তানি কমছে: অস্বাভাবিক প্রবাহে নতুন প্রশ্ন ◈ জুলাই সনদ ও গণভোট নিয়ে দলগুলোর মধ্যে এখনো দূরত্ব

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটগ্রামে ধর্ষণে অন্তঃসত্ত্বা চতুর্থ শ্রেণির ছাত্রী, থানায় মামলা

লালমনিরহাট প্রতিনিধিঃ [২] এ ঘটনায় রোববার (২৬ জুলাই) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে স্থানীয় থানায় একই উপজেলার বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার তহিদুল ইসলামের পুত্র ওয়াজেদ আলীকে (৩২) অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন।

[৩] মেয়েটির বড়বোন বলেন, কয়েকদিন হলো বাবার বাড়িতে এসেছি। গত পরশুদিন দুপুরে গোসল করতে আমার ছোটবোনকে দেখে সন্দেহ হয়। এরপর তাকে জিজ্ঞেস করলে সে আমাদের পাশ্ববর্তী ওয়াজেদের কথা বলেছে। সে নাকি তাকে বিয়ে করবে এই প্রলোভন দিয়ে অবৈধ মেলামেশা করেছে। আমার ছোটবোনের পেটে বাচ্চা আছে সে এবিষয়ে কিছুই বোঝেনা। শুধু বললো আমাকে বলতে নিষেধ করেছে। বললে নাকি মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি বিষয়টি আমার মা - বাবা ও স্বামীকে তাৎক্ষনিক জানাই। আমার অবুঝ বোনের যে সর্বনাশ করেছে তাঁর কঠিন বিচার চাই।

[৪] পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, ওই ছাত্রীর বাবার অভিযোগ, অভিযুক্ত ওয়াজেদ আলী বেশ কিছুদিন ধরে তার মেয়েকে ধর্ষণ করেন। ঘটনাটি বাহিরে কাউকে জানালে তার মেয়েকে হত্যার হুমকি দেয়। তারা বিষয়টি বুঝতে পেয়ে স্থানীয় একটি ডায়াগনষ্টিক সেন্টারে ওই ছাত্রীর পরীক্ষা করেন। এতে তার ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বার ফলাফল আসে।

[৫] এ ঘটনায় ওই মেয়ের বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত ওয়াজেদ আলীকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করছেন এবং মেয়েটিকে সরকারিভাবে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়