শিরোনাম
◈ তুরস্ক-বাংলাদেশ বিমান প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে তোলপাড় ◈ দুই জ‌নের ম‌ধ্যে আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের ◈ দেশের রাজনৈতিক গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কূটনীতিকরা ◈ ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  ◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও)

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের ৫ নাটকে থাকছেন মডেল ও অভিনেত্রী প্রিয়াংকা জামান

ইমরুল শাহেদ : নাটকগুলোর মধ্যে রয়েছে মাইনুল ইসলাম খোকনের আজব প্রেম ও সোহরাব রুস্তম, আকাশ রঞ্জনের পরিণতি রসিক বেআই ও ভারপ্রাপ্ত স্বামী। এসব নাটকে তার বিপরীতে কাজ করেছেন আরফান ও মীর সাব্বির। প্রিয়াংকা জানান, তিনি এখন থেকে নাটকে নিয়মিত অভিনয় করবেন। তবে তার মূল লক্ষ্য হলো বড় পর্দা। বড় বাজেটের হলে চলচ্চিত্রেই ক্যারিয়ার বিস্তার করতে চান।

তার কাছে এখন মিউজিক ভিডিওর চাইতেও অভিনয়ে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে। তিনি মনে করেন, একটি চরিত্রে প্রাণপ্রতিষ্ঠা করা অনেক বেশি আনন্দের। ‘আমি দর্শককে আনন্দ দিতে চাই এবং নিজেও আনন্দ পেতে চাই। একইসঙ্গে ভালো ভালো কাজও করতে চাই’, বলেন প্রিয়াংকা। ক্যারিয়ার শুরু করেছেন মিউজিক ভিডিওর মডেল হিসেবে।

তিনি এ পর্যন্ত অনেক মিউজিক ভিডিওতে কাজ করেছেন। মডেল হয়েছেন গায়ক আসিফের সঙ্গেও। তুখুড় নাচিয়ে প্রিয়াংকা মিউজিক ভিডিওর অভিজ্ঞতা নিয়েই অভিনয়ের দিকে ঝুঁকেছেন। নির্মাতারা বলে থাকেন, যারা ভালো নাচতে জানেন, তারা ভালো অভিনয়ও করতে পারেন। কারণ নাচের কারণে তাদের চলন-বলন ও অভিব্যক্তিতে একটা ছন্দ চলে আসে। আর ছন্দটা অভিনয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রিয়াংকা বলেছেন, অপরিপক্কতার কারণে অতীতে তিনি যেসব ভুল করেছেন, এখন আর সেটা করতে চান না।

জানান, গত ছয় মাস বা কোভিডের কারণে লকডাউনে থেকে নিজেকে নিয়ে ভাববার অফুরন্ত সময় পেয়েছেন। এই সময়ে তিনি নিজেকে আমূল বদলে ফেলেছেন। তিনি বলেন, ‘আমি এখন অনেক বেশি পরিপক্ক।’ তিনি জানান, চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি নিজেকে এখন প্রস্তুত করছেন। ইতোমধ্যে একটি ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন। ছবিটির কাজ কবে নাগাদ শুরু হবে তা এখনো ঠিক হয়নি। তবে তিনি উল্লেখ করেন, মিউজিক ভিডিও, নাটক ও চলচ্চিত্র - তিনটি মাধ্যমেই তিনি কাজ করে যাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়