শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ১০:১৬ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় ৬ মাসের শিশু ধর্ষণের পর হত্যা, নারীসহ গ্রেফতার ৩

ইমদাদুল হক : [২] দীর্ঘ ৮ মাস পর ময়না তদন্তসহ বিভিন্ন পরীক্ষা নীরিক্ষার শেষে আশুলিয়ায় ৬ মাসের শিশু মারিয়া বেগমকে ধর্ষণ ও হত্যাকান্ডের প্রমাণ পেয়েছে পুলিশ। এঘটনায় অভিযুক্ত ধর্ষক ও হত্যাকারী নরপশু শিমুলকে গ্রেফতার করা হয়েছে। খবর পেয়ে রাজশাহীর বাগমারা উপজেলায় বন্যায় পানি বন্দী শিশু মারিয়ামের বাবা ও স্বজনরা ছুটে এসেছেন নির্মম ঘটনার বিচারের আশায়।

[৩] শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এস আই সাজ্জাদুর রহমান। এর আগে রাতে আশুলিয়ার গাজীরচটের বুড়িবাজার থেকে শিমুলকে গ্রেফতার করা হয়। সঙ্গে তার শাশুড়ি ও নিহত শিশুটির পরিচর্যাকারী নুরজাহান বেগমকেও গ্রেফতার করা হয়েছে। নিহত শিশুর বাবা ফারুক প্রামানিক বাদী হয়ে শনিবার আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন।

[৪] গ্রেফতারকৃত শিমুল (২৫) নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। সে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতো। এবং নুরজাহান জামালপুর জেলার আটাবরি এলাকার মৃত মেহের আলীর স্ত্রী। শিমুল সম্পর্কে নুরজাহান বেগমের মেয়ের জামাই। তিনিও আশুলিয়ার গাজীরচটের বুড়িরবাজার এলাকায় ভাড়া থেকে শিশু পরিচর্যা করে জীবিকা নির্বাহ করতো।

[৫] শিশুর এমন নির্মম ঘটনার বিচার চাইলেন হতভাগা বাবা। আর এভাবে যেন কোন শিশুকে প্রাণ হারাতে না হয়, সেই দাবীও জানালেন বাবা মো. ফারুক প্রামানিক।

[৬] তবে নিহত শিশুর দাদা মালেক প্রামানিক জানান, বিচার চাইলেও দারিদ্রতা বড় বাঁধা। টাকা পয়সা নেই। পুলিশ টাকা দিয়েছে বলে আমরা আসতে পেরেছি। পরে মামলার প্রয়োজনে আদালতে বা থানায় আসতে হলে সেই উপায় নেই। তাই সরকারের কাছে সহযোগিতা চাই।

[৭] আশুলিয়া থানার এস আই সাজ্জাদুর রহমান জানায়, গত ২৩ ডিসেম্বর আশুলিয়ার বুড়িবাজার এলাকায় পরিচর্যাকারী নুরজাহানের কাছে থাকা অবস্থায় শিশু মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছিল। তখন শিশুর শরীরে ও মলদ্বারে কিছু অস্বাভিবকতা ছিল । পরে নিহত শিশুর ময়না তদন্তসহ বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা দেয়া হয়। বেশ কয়েকটি পরীক্ষার করার পর নিশ্চিত হই শিশুটি ধর্ষণের শিকার হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। সেই সূত্র ধরে শিশু পরিচর্যাকারী নুরজাহানের মেয়ের জামাই শিমুলকে গ্রেফতার করা হয়। এছাড়া তথ্য গোপন ও অপরাধীকে বাঁচানোর চেষ্টার জন্য শিমুলের শাশুড়ি নুরজাহান বেগমকেও গ্রেফতার করা হয়েছে।

[৮] প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওইদিন ঘরে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে বখাটে শিমুল। শিশুটির মুখে ধর্ষকের আঙ্গুলের ছাপ ও মলদ্বারে ক্ষত দেখা গেছে। সুরহাতাল করতে গিয়ে হাত কেপে উঠছিল বার বার-এমন নির্মম ঘটনার কথাও উল্লেখ করেন সাজ্জাদুর রহমান।

[৯] প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর আশুলিয়ার বুড়িবাজার এলাকা থেকে পরিচর্যাকারর বাসা থেকে ৬ মাসের শিশুর মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর বাবা ফারুক ও মা রেখা দুইজনেই পোশাক কারখানায় চাকরি করতো। তাই দেখাশুনার জন্য প্রতিবেশী নুরজাহান বেগমের কাছে মাসিক ৩ হাজার টাকার চুক্তিতে লালন-পালনের জন্য রেখে যেতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়