ইসমাঈল আযহার: [২] জিলহজের প্রথম দশক মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজের আমলসহ এই সময়ে করা হয় কুরবানি। এছাড়া প্রথম দশকে অন্যান্য আমলও আল্লাহ তায়ালার কাছে অনেক পছন্দের। বিশেষ করে ১ জিলহজ থেকে ৯ জিলহজ পর্যন্ত রোজা রাখা।
[৩] সবগুলো রোজা সম্ভব না হলে অন্তত ৯ জিলহজ আরাফার দিনে রোজা রাখা। এছাড়াও বিশেষ একটি আমল হল তাকবিরে তারিক। এ বিষয়ে টুইট বার্তায় পাকিস্তানের প্রসিদ্ধ আলেম মুফতি তাকী উসমানী বলেন, তাকবিরে তাশরিক তথা, اللہ اکبر اللہ اکبر لاالہ الا اللہ واللہ اکبر اللہ اکبر وللہ الحمد ৯ জিলহজ থেকে ১৩ জিলহজ পাঁচ ওয়াক্ত নামাজের পরে উঁচু আওয়াজে পড়া ওয়াজিব।
[৪] জিলহজ মাসের প্রথম দিন থেকেই এই তাকবির সচরাচর পড়া মুস্তাহাব। তিনি বলেন, হাদিস শরীফে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।