শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ০৪:০৭ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেবল গা গরম করছি, অবসরের প্রশ্নই উঠে না : ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক : [২] বয়স ৩৮ পেরিয়ে গেছে। চলতি মৌসুম শেষে এসি মিলানের সঙ্গে চুক্তির মেয়াদেরও ইতি ঘটবে। অনেকেই তাই জ্লাতান ইব্রাহিমোভিচের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন। তবে সুইডেনের এই স্ট্রাইকার সমালোচকদের পাল্টা জবাব দিয়ে উড়িয়ে দিয়েছেন অবসরের গুঞ্জন।

[৩] ইতালিয়ান সিরি আতে এবারের মৌসুমের প্রথম অর্ধে বেশ ভুগেছে মিলান। তবে দ্বিতীয় অর্ধে ঘুরে দাঁড়িয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। বর্তমানে তারা অবস্থান করছে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। এর পেছনে রয়েছে ইব্রার গুরুত্বপূর্ণ অবদান। গেল জানুয়ারিতে সান সিরোতে নাম লেখানোর পর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে আট গোল করেছেন তিনি। এর মধ্যে করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা সিরি আ ফের শুরু হওয়ার পর লক্ষ্যভেদ করেছেন চারবার। সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন তিনটি।

[৪] তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ জানান, চুক্তির মেয়াদ বাড়ানোর কোনো প্রস্তাব মিলানের পক্ষ থেকে এখনও তাকে দেওয়া হয়নি। তাই ধারণা করা হচ্ছে, শিগগিরই বুটজোড়া তুলে রাখতে পারেন তিনি।

[৫] সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ইব্রা বলেছেন, আপনারা মনে করেন যে, আমি শেষ হয়ে গেছি, আমার ক্যারিয়ার শিগগিরই থেমে যাবে? আপনারা আমাকে চেনেন না।

[৬] আমাকে সারাজীবন লড়াই করতে হয়েছে। কেউ আমার উপর আস্থা রাখেনি। তাই আমার নিজেকেই নিজের উপর আস্থা রাখতে হয়েছে। কিছু লোক আমাকে ভেঙে ফেলতে চেয়েছে, তবে এটা করতে গিয়ে তারা আমাকে আরও শক্তিশালী করেছে। - ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়