সালেহ বিপ্লব : [২] টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা। যাত্রী এ এস এম হেদায়েতুল হাবিব বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের তিনটে বগি লাইনচ্যুত হয়। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
[৩] তার ওই স্ট্যাটাসে রাত পৌণে দুইটায় মোহাম্মদ ফারুক হোসেন জানান, রিলিফ ট্রেন তেজগাঁও অতিক্রম করছে । বিবিই পৌঁছতে ভোর ৫:৩০। সকাল ৭/৮টার আগে ট্রেন উদ্ধারের সম্ভবনা নেই।
[৪] একজন যাত্রীর প্রশ্নের জবাবে তিনি এও জানান, সেক্ষেত্রে নীলসাগর ঢাকা আসবে সকাল ১০টার পর। তারপর ও ভোরে এসএমএস দিয়ে লোকেশন জেনে নিবেন।
ছবি: ফিরোজ খান, বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপ