শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় হাকালুকি হাওরে ভ্রাম্যমান আদালতের অভিযান

স্বপন দেব : [২] মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরের মাইছলা বিল ও কইয়ারকোনা অভয়াশ্রমে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল, মাছ ধরার চাঁইসহ ১০জনকে আটক করেছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে পাঁচজনকে ২৫ হাজার টাকা জরিমানা এবং পাঁচজনের মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা জালের মূল্য প্রায় তিন লাখ টাকা। উদ্ধার করা জাল ও চাঁই পোড়ানো হয়েছে।

[৩] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মৎস্য সপ্তাহ উপলক্ষে হাকালুকি হাওরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় মাইছলা বিলে নিষিদ্ধ বেড় জাল দিয়ে মাছ ধরার সময় জালসহ ১০ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত আটক পাঁচজনকে পাঁচ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করেন। পাঁচজনের মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একই সময় কইয়ারকোনা মৎস্য অভয়াশ্রম থেকে দেড়শ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩০টি মাছ ধরার চাঁই উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।

[৪] অভিযানে অন্যদের মধ্যে মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জিল্লুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, বড়লেখা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম, জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসেন, বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বড়লেখা থানার উপ-পরিদর্শক এ রকিব মোহাম্মদ, বড়লেখা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রনি দাশ, জুড়ী উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান, বড়লেখা উপজেলা মৎস্য কার্যালয়ের তথ্য সংগ্রহকারী সামছুল হাসান উপস্থিত ছিলেন। পরে উদ্ধার করা জাল ও চাঁই পুড়িয়ে ফেলা হয়েছে।

[৫] বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, ‘নিষিদ্ধ বেড় জাল ও কারেন্ট জাল পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক। এসকল জালে মাছের একেবারে ক্ষুদ্র পোনামাছটির সাথে অন্যান্য জলজপ্রাণীও ওঠে আসে। এতে করে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়