শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৮:৪৬ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দা দিয়ে আঘাত ও মারধর, হিরো আলমের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট: শুটিং করিয়ে টাকা না দিয়ে উল্টো দা দিয়ে আঘাত ও মারধর করার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নয়ন মণ্ডল ওরফে জুনিয়র মিশা বাদী হয়ে মামলাটি করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে নির্দেশ দিয়েছেন।

নয়ন মণ্ডল ওরফে জুনিয়র মিশা গণমাধ্যমকে জানান, হিরো আলমের লোকজনের ভয়ে তিনি জীবন নিয়ে শঙ্কায় আছেন। তাই তিনি আদালতে মামলাটি করেছেন।

নয়ন মণ্ডল গণমাধ্যমকে জানান, তিনি হিরো আলমের সঙ্গে ‘সাহসী হিরো আলম’ ছবিতে সেকেন্ড ভিলেন হিসেবে অভিনয়ের জন্য ১৫ হাজার টাকার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী গাজীপুরের মনপুরা শুটিং স্পটে অভিনয় করতে যান। সেখানে কিছুদিন অভিনয় করেন। এর মধ্যে ঢাকায় আসার সময় হিরো আলম তার হাতে ৫০০ টাকা ধরিয়ে দিয়ে বলেন, বাকি টাকা পরে দেব।

জুনিয়র মিশা বলেন, ‘আমি বাসায় এসে কিছুদিন পর হিরো আলমকে ফোন দেই। তিনি ফোনে আমাকে বলেন, কিসের টাকা পাবি তুই। তুই কোনো টাকা পাবি না।’

এরপর থেকেই হিরো আলম আর ফোন ধরতেন না বলে জানান জুনিয়র মিশা।

তিনি বলেন, ‘শেষে গাজীপুরে শুটিং স্থলে গিয়ে টাকা চাইলে হিরো আলম আমাকে শুটিংয়ের দা দিয়ে আঘাত করেন, কিল-ঘুষি মারেন। আমি সেখান থেকে চলে আসি।’

তিনি জানান, এরপর ১৯ জুন এফডিসিতে মানববন্ধনে অংশ নেন তিনি। এসময় হিরো আলম সেখানেও তাকে মারধর করেন।

ইত্তেফাক, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়