আসাদুজ্জামান বাবুল: [২] প্রায় ৩ মাস আগে সরকার কতৃক সাধারণ ক্ষমাপ্রাপ্ত ও জামিনে মুক্তি পাওয়া এমন ৪০ জন কারাবন্ধীদের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছেন মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন।
গোপালগঞ্জ জেলা কারাগারে আটক সবচেয়ে হত-দরিদ্র- অসহায় এই ৪০ জন কারাবন্ধীকে সরকারের নির্বাহী আদেশে গত মে মাসের প্রথম সপ্তাহে মুক্তি দেয়া হয়।
[৩] বুধবার রাত পৌনে ৮টার দিকে গোপালগঞ্জ কারাগারের জিলার মো, ফরিদুর রহমান রুবেল এ তথ্য নিশ্চিত করে বলেছেন, নানান মামলায় গোপালগঞ্জ জেলা কারাগারে আটক এমন ৪০ জন কারাবন্ধীকে সরকারের নির্বাহী আদেশে গত মে মাসের প্রথম সপ্তাহে জেল থেকে মুক্তি দেয়া দেয়া হয়।
[৪] প্রায় ৩ মাস আগে সাধারন ক্ষমাপ্রাপ্ত ওই ৪০জন কারাবন্ধীদের মধ্যে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন জেআইজেড আজ বুধবার গোপালগঞ্জ জেলা কারাগার চত্বর হতে এসব খাদ্য সহায়তা করেন। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে জনপ্রতি ২৫ কেজি চাল, পাঁচ কেজি তেল, এক কেজি ডিটারজেন্ট , পাঁচটি সাবান , পাঁচ কেজি আলু , চার কেজি পেঁয়াজ , আট কেজি ডাল , পাঁচটি মাস্ক, দুই কেজি চিনি ও দুই কেজি লবণ।
[৫] এ সময় জেল সুপার জুবায়ের রহমান রাশেদ (ভারপ্রাপ্ত), জেলার মো.ফরিদুর রহমান রুবেল, ডেপুটি জিলার মো, রাহাত ইসলাম, উদ্যোক্তা সংগঠনের প্রকল্প সমন্নয়কারি মোঃ ইব্রাহিম মিয়া, মুনির হাসান মিটু ,এ্যাডভোকেট মিনা খানমসহ প্রকল্পের অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ