শিরোনাম
◈ নুরকে দল থেকে সাময়িক অব্যাহতির বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল ◈ দুই বছর পর সন্ধান মিলল বরগুনার ১৭ নিখোঁজ জেলের, ভারতের গুজরাটের কারাগারে বন্দি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের নাম পরিবর্তনের পদক্ষেপের পেছনে ক্ষোভ নাকি রাজনীতি? ◈ বাংলা‌দেশ নি‌য়ে বি‌সি‌সিআই আর মন্তব‌্য কর‌বে না, কথা বল‌বে আই‌সি‌সি: সচিব দেবজিৎ শইকীয়া ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা, যেভাবে লুকানো ছিল গোপন ডিভাইস, আটক দেড় শতাধিক (ভিডিও) ◈ গণভোট নিয়ে প্রচার নেই, উদ্বিগ্ন সরকার ◈ মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন দূর্গন্ধ ছড়াচ্ছে: শশী থারুর ◈ মিরপুর রোডে গ্যাসের ভালভ ফেটে গেছে, রাজধানীর একাংশে মারাত্মক গ্যাস সংকট ◈ আমাকে কাজ শেখাতে আসবেন না, ইংল‌্যান্ড ক্রিকেট বোর্ডকে কোচ ম‌্যাক কালা‌মের হু‌শিয়ারী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[ ১] নায়ক ফারুক পক্ষ নিয়েছেন, তার মধ্যস্থতা চাই না: গুলজার

মনিরুল ইসলাম: [২] নায়ক ফারুকের মধ্যস্থতা আশা করি না ৷ তিনি তার স্বতন্ত্র অবস্থান হারিয়েছেন। মিশা সওদাগর ও জায়েদ খানের পক্ষ নিয়ে কথা বলেছেন। মুরুব্বি হিসেবে তার অবস্থান স্বতন্ত্র হওয়া উচিত ছিলো। তিনি তা করেননি। তিনি নিরপেক্ষতা হারিয়েছেন। তাই তার সহযোগিতা আমরা চাই না। এভাবেই বর্তমান জাতীয় সংসদের সংসদ সদস্য ও নায়ক ফারুক সম্পর্কে বললেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের অন্যতম নেতা ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

[৩] তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে চলচ্চিত্র পরিবারের নেতৃত্ব দিয়েছিলেন নায়ক ফারুক। এখন আর তার মধ্যস্থতা আশা করি না।

[ ৪] গুলজার বলেন, ফারুক সাহেব বলেছেন এফডিসিতে বিএনপি জাসস-এর মানুষজন বেশি। তার এ কথার সঙ্গে মোটেই একমত নই। এখানেই প্রত্যেকেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেন। তার আদর্শ লালন করেন। তবে সবখানেই দু-একজন ভিন্ন মতের মানুষ থাকে। ফারুক সাহেবের এসব অভিযোগ মিথ্যে। তিনি এক পক্ষ নিয়ে কথা বলে অন্যপক্ষকে ঘায়েল করতে চাচ্ছেন। তার মধ্যস্থতা আমরা চাই না।

[৫] তিনি এ প্রতিবেদককে বলেন, আমাদের অভিযোগ শিল্পী সমিতির বিরুদ্ধে নয়। অভিযোগ মিশা-জায়েদ নিয়ে। তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা আমাদের কাছে আছে। তারা অনিয়ম করেছেন। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার দাপট দেখিয়েছেন। চলচ্চিত্রকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন। তাই অভিযুক্ত দুজন ব্যক্তিকে সরে যাওয়া উচিত। তারা সরে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে।

[৬] চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে চলচ্চিত্র থেকে বয়কট করার পরেই গত রবিবার পাল্টা সংবাদ সম্মেলন করেছে শিল্পী সমিতি ।

[৭] এ প্রসঙ্গে পরিচালক সমিতির সভাপতি বলেন, তারা সংবাদ সম্মেলন করতেই পারে। কিন্তু সেসব কথা আমরা অফিসিয়ালি জানি না। তাই কোনোকিছু আমলে নিচ্ছি না। চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন মিশা-জায়েদের বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে অটল।

[৮] তিনি বলেন, বিভিন্ন ছবিতে কাজ করে আসছে এমন ১৮৪ জন শিল্পীকে অন্যায়ভাবে বাদ দিয়েছে মিশা-জায়েদ। তাদের এফডিসিতে ঢোকা বন্ধ করে দিয়েছে। কিন্তু তাদের অপরাধটা কী? তারা নির্বাচন এলে মিশা-জায়েদকে ভোট দিবে না? এটা তো কোনোভাবেই হতে পারে না। এসব আগে সমাধান হতে হবে। নইলে তাদের পদত্যাগ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়