শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[ ১] নায়ক ফারুক পক্ষ নিয়েছেন, তার মধ্যস্থতা চাই না: গুলজার

মনিরুল ইসলাম: [২] নায়ক ফারুকের মধ্যস্থতা আশা করি না ৷ তিনি তার স্বতন্ত্র অবস্থান হারিয়েছেন। মিশা সওদাগর ও জায়েদ খানের পক্ষ নিয়ে কথা বলেছেন। মুরুব্বি হিসেবে তার অবস্থান স্বতন্ত্র হওয়া উচিত ছিলো। তিনি তা করেননি। তিনি নিরপেক্ষতা হারিয়েছেন। তাই তার সহযোগিতা আমরা চাই না। এভাবেই বর্তমান জাতীয় সংসদের সংসদ সদস্য ও নায়ক ফারুক সম্পর্কে বললেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের অন্যতম নেতা ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

[৩] তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে চলচ্চিত্র পরিবারের নেতৃত্ব দিয়েছিলেন নায়ক ফারুক। এখন আর তার মধ্যস্থতা আশা করি না।

[ ৪] গুলজার বলেন, ফারুক সাহেব বলেছেন এফডিসিতে বিএনপি জাসস-এর মানুষজন বেশি। তার এ কথার সঙ্গে মোটেই একমত নই। এখানেই প্রত্যেকেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেন। তার আদর্শ লালন করেন। তবে সবখানেই দু-একজন ভিন্ন মতের মানুষ থাকে। ফারুক সাহেবের এসব অভিযোগ মিথ্যে। তিনি এক পক্ষ নিয়ে কথা বলে অন্যপক্ষকে ঘায়েল করতে চাচ্ছেন। তার মধ্যস্থতা আমরা চাই না।

[৫] তিনি এ প্রতিবেদককে বলেন, আমাদের অভিযোগ শিল্পী সমিতির বিরুদ্ধে নয়। অভিযোগ মিশা-জায়েদ নিয়ে। তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা আমাদের কাছে আছে। তারা অনিয়ম করেছেন। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার দাপট দেখিয়েছেন। চলচ্চিত্রকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন। তাই অভিযুক্ত দুজন ব্যক্তিকে সরে যাওয়া উচিত। তারা সরে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে।

[৬] চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে চলচ্চিত্র থেকে বয়কট করার পরেই গত রবিবার পাল্টা সংবাদ সম্মেলন করেছে শিল্পী সমিতি ।

[৭] এ প্রসঙ্গে পরিচালক সমিতির সভাপতি বলেন, তারা সংবাদ সম্মেলন করতেই পারে। কিন্তু সেসব কথা আমরা অফিসিয়ালি জানি না। তাই কোনোকিছু আমলে নিচ্ছি না। চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন মিশা-জায়েদের বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে অটল।

[৮] তিনি বলেন, বিভিন্ন ছবিতে কাজ করে আসছে এমন ১৮৪ জন শিল্পীকে অন্যায়ভাবে বাদ দিয়েছে মিশা-জায়েদ। তাদের এফডিসিতে ঢোকা বন্ধ করে দিয়েছে। কিন্তু তাদের অপরাধটা কী? তারা নির্বাচন এলে মিশা-জায়েদকে ভোট দিবে না? এটা তো কোনোভাবেই হতে পারে না। এসব আগে সমাধান হতে হবে। নইলে তাদের পদত্যাগ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়