মো. রিপন : [২] নেত্রকোনার কলমাকান্দায় কলেজ রোডে সানজিতা আক্তার বিউটি, আ. আউয়াল ও কবীর মিয়ার নেতৃত্বে একটি সন্ত্রাসী দল চানপুর মৌজার আরএস ও এসএ রেকর্ডের মালিক মন্তাজ উদ্দিনের ৪০ শতাংশ মূল্যবান জমি দখলের জন্য মঙ্গলবার দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে জমির প্রকৃত সত্ব দখলীয় মালিক মন্তাজ গংদের উপরে হামলা চালায়। এতে মন্তাজসহ ৪ জন মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন আছে।
[৩] দীর্ঘদিন যাবৎ সানজিতা আক্তার বিউটিগংরা উক্ত ভূমি বিভিন্ন অজুহাতে জবর দখলের জন্য সন্ত্রাসী হামলা ও হুমকী প্রদান করে আসছিল। এ ব্যাপারে মন্তাজের বড় ভাই আবুল খায়ের কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম মামলা দায়েরের কথা নিশ্চিত করে জানান, আসামি ধরার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত আছে। সম্পাদনা : সাদেক আলী