রাজু চৌধুরী : [২] সোমবার চট্টগ্রামের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা সহ মো.আব্দুল্লাহ আল নোমান (২০), পিতা- বদিউল আলম, মাতা- মনোয়ারা বেগম নামে ০১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।
[৩] জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা(উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতি.উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন এর নেতৃত্বে টিম নং-০১ চট্টগ্রামের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
[৪] গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ