শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে ◈ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু ◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে?

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বলে ভুলবশত লালা ব্যবহার, জীবাণুমুক্ত করলেন আম্পায়ার

স্পোর্টস ডেস্ক : [২] প্রাণঘাত করোনার কারণে ক্রিকেট বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে ভুলবশত বলে লালা ব্যবহার করেছিলেন ইংল্যান্ডের ডমিনিক সিবলি। পরে তাকে সতর্ক করাসহ বল জীবাণুমুক্ত করেছে মাঠ আম্পায়াররা।

[৩] বাংলাতে একটা প্রবাদ আছে, ‘যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়’। ডমিনিক সিবলির ক্ষেত্রেও যেন এমনটাই হলো। নিষেধাজ্ঞা থাকার পরও বলে লালা ব্যবহার করেন তিনি।

[৪] ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার (১৯ জুলাই) দিনের খেলায় লাঞ্চে যাওয়ার আগে ডম বেস বল করার সময় তাকে বল ফেরত দেওয়ার আগে ‘ভুলবশত’ বলে লালা ব্যবহার করেন সিবলি।

[৫] বলে লালা ব্যবহারের জন্য ৫ রান জরিমানা কার্যকর করার আগে ইতোমধ্যে সিবলি ও ইংল্যান্ডকে দুইবার সতর্ক করে দিয়েছেন আম্পায়ার। সিবলির এমন কাণ্ডের পর বলটি জীবাণুমুক্ত করেছেন আম্পায়ার মাইকেল গফ।

[৬] করোনারভাইরাসের কারণে বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা করার পাশাপাশি আরও বেশ কয়েকটি বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। লালা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলেও বলে ঘাম ব্যবহারের নিয়ম বহাল রেখেছে আইসিসি।

[৭] আইসিসির সংশোধিত শর্ত অনুসারে বায়ো-সুরক্ষিত পরিবেশে খেলছে স্বাগতিক ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টে টসে হেরে ব্যাট করে বেন স্টোকসের ১৭৬ ও ডমিনিক সিবলির ১২০ রানের সুবাদে ৪৬৯ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
-দ্যা ক্রিকেট ফিঞ্চ

  • সর্বশেষ
  • জনপ্রিয়