জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: [২] জেলার রায়পুরে প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও কৌশলে মোবাইলে ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে পর্ণোগ্রাপি আইনে রায়পুর থানায় মামলা দায়ের করা হয়
[৩] রোববার দুপুরে উপজেলার বামনী ইউপির কাজেরদিঘির পাড় গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় দুইজনকে গ্রেফতার করা হয়।
[৪] গ্রেফতারকৃতরা হলেন, ওই গ্রামের মো.কালামের ছেলে এরশাদ হোসেন (৪০) ও আবুল মোল্লার ছেলে মো. মুরাদ (৩৫)। অন্য দুইজন পলাতক।
[৫] স্থানীয়রা জানায়, গত ১৫ জুলাই রাতে ওই গৃহবধূ তার নীজ ঘরে পোশাক পরিবর্তন ও চাচাতো দেবরের সাথে পরোকিয়া করছিলো। এ সময় আগে থেকে ওয়াইফাই সংযোগ দেয়ার নামে কাজিরদিঘিরপাড় বাজারের ডিসলাইনের মালিক মুরাদ তার কর্মচারি মতিনকে দিয়ে কৌশলে গৃহবধূর নগ্ন ভিডিও মোবাইলে ধারণ করে তা সংরক্ষণ করে। এরপর গত তিনদিন ধরে এরশাদ, মুরাদ,মতিন ও হানিফ গৃহবধূকে অসামাজিক কাজ করার প্রস্তাব দেয়। এতে গৃহবধু রাজি না হওয়ায় তার নগ্ন ছবি দেখিয়ে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবি করলে প্রথম ধাপে তাদের ৮০ হাজার টাকা প্রস্তাব দেয়া হয়। পরে স্থানীয় ওয়ার্ড আ’লীগ সভাপতি বেলাল হোসেনের মধ্যস্ততায় শনিবার রাতে দুই পক্ষকে নিয়ে গোপন বৈঠক করা হয়। এসময় ৮০ হাজার টাকায় দুই পক্ষের সমাজতা হয়েছে মর্মে নন জুডিশিয়াল সাদা ষ্ট্যাম্পে দস্তখত নেয়ার প্রক্রিয়াধীনবস্তায় চাঁদাবাজরা তাদেরকে দুই লাখ টাকাই দিতে হবে বলে স্থান ত্যাগ করে। এঘটনা স্থানীয় এক সংবাদকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়।
[৬] এ ঘটনায় ওই গৃহবধূ রাতে চারজনের নামসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে পর্ণোগ্রাপি আইনে রায়পুর থানায় মামলা দায়ের করা হয়।
[৭] এঘটনায় অভিযুক্ত এরশাদ, মুরাদ ও আ’লীগ নেতা বেলাল বলেন, আমরা ঘটনা শুনে একই এলাকার বাসিন্দা হওয়ায় উভয় পক্ষকে নিয়ে মিমাংশার চেষ্টা করছিলাম। কিন্তু তা আর হয়নি।
[৮] রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাঁদা দেবে বলে ওই দুই যুবককে কৌশলে ডেকে আনলে তারা উপস্থিত হলে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করা হয়। সেই সঙ্গে তাদের ব্যবহৃত মোবাইল ফোন দুটি মেমোরিকার্ডসহ জব্দ করা হয়। তবে ভিডিওটি উদ্ধারের চেষ্টা চলছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ