ঠাকুরগাঁও প্রতিনিধি: [২] আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৫ জন, এবং বালিয়াডাঙ্গী উপজেলায় ১ জনসহ মোট ০৬ জন জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন এ নিয়ে ঠাকুরগাঁও জেলায় আক্রান্তের সংখ্যা মোট ২৭৩ জন।
[৩] দিনাজপুর থেকে পাওয়ায় নমুনায় আজকের ফলাফল। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে ২১২জন বাড়ি ফিরেছেন। এছাড়া ২৪ ঘন্টায় নতুন করে ৩৯ জনের নমুনা পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলার সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
[৪] এ বিষয়ে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। দিনাজপুর থেকে আসা ফলাফলে আজও নতুন করে ০৬ জন আক্রান্ত হয়েছে। আর গেল ২৪ ঘন্টায় নতুন করে ৩৯ জনের নমুনা দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
[৫] আর আক্রান্তদের মধ্যে মোট ২১২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আর এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২জন ও করোনা উপসর্গ নিয়ে আরো ৩ জন মারা গেছেন বলেও জানান। সম্পাদনা: সাদেক আলী