ডেস্ক রিপোর্ট : বগুড়ার সান্তাহারে নাসির উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সান্তাহার রেলস্টেশনের ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে। মৃত নাছির ওই উপজেলার পান্নাথপুরের আবেদ আলীর ছেলে। তিনি বাসের হেলপার ছিলেন।
স্থানীয়রা জানায়, নাসির উদ্দিন মাদকাসক্ত ছিলেন। এ কারণে তার চাকরি চলে যায়। এরপর থেকে তিনি সান্তাহার স্টেশন এলাকার বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে মাদক সেবন করতেন। শুক্রবার বিকেলে স্টেশনের ওভারব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ অচেতন হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক তার মৃত্যু হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, খবর পেয়ে সন্ধ্যায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।