দৌলতখান (ভোলা) প্রতিনিধি: [২] ভোলায় আর্থ সামাজিক উন্নয়নে নিম্ন আয়ের অসহায় ২০ টি পরিবারের মধ্যে বাংলাদেশ নৌ-বাহিনীর সহযোগিতায় ভ্যান গাড়ী , ছাগল, মাছ ধরার নৌকা ও জাল বিতরণ করা হয়েছে।
[৩] জেলার সাতটি উপজেলা থেকে প্রকৃত কর্মহীন ও অসহায় পরিবারের তালিকা সংগ্রহ করে বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থয়ানে ভোলা সদর উপজেলার ব্যাংকের-হাট বাজারে ওইসব পরিবার গুলোর মধ্যে ৩ টি পরিবারকে ভ্যান গাড়ী, ১০ টি পরিবারকে ছাগল ও ৭ টি জেলে পরিবারকে মাছ ধরার নৌকাসহ জাল বিতরণ করেন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার (লেঃ) এম ফয়সাল বিন রশীদ।
[৪] এসময় উপস্থিত ছিলেন, সহকারী কন্টিনজেন্ট কমান্ডার (লেঃ) কমান্ডার আশিকুর রহমানসহ নৌবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এদিকে বিতরণ শেষে সাংবাদিকদের ভোলা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার (লেঃ) এম ফয়সাল বিন রশীদ জানান, ভোলায় স্বাস্থ্য বিধি নিশ্চিত ও করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক প্রচার-প্রচরনার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের মধ্যে আমরা ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি। আজকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থয়ানে ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগীতায় ২০টি অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে জালসহ নৌকা,ছাগল ও ভ্যান গাড়ী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।