শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০১:৫২ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলায় নিম্ন আয়ের মানুষদের মাঝে নৌ-বাহিনীর উপহার সামগ্রী বিতরণ

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: [২] ভোলায় আর্থ সামাজিক উন্নয়নে নিম্ন আয়ের অসহায় ২০ টি পরিবারের মধ্যে বাংলাদেশ নৌ-বাহিনীর সহযোগিতায় ভ্যান গাড়ী , ছাগল, মাছ ধরার নৌকা ও জাল বিতরণ করা হয়েছে।

[৩] জেলার সাতটি উপজেলা থেকে প্রকৃত কর্মহীন ও অসহায় পরিবারের তালিকা সংগ্রহ করে বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থয়ানে ভোলা সদর উপজেলার ব্যাংকের-হাট বাজারে ওইসব পরিবার গুলোর মধ্যে ৩ টি পরিবারকে ভ্যান গাড়ী, ১০ টি পরিবারকে ছাগল ও ৭ টি জেলে পরিবারকে মাছ ধরার নৌকাসহ জাল বিতরণ করেন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার (লেঃ) এম ফয়সাল বিন রশীদ।

[৪] এসময় উপস্থিত ছিলেন, সহকারী কন্টিনজেন্ট কমান্ডার (লেঃ) কমান্ডার আশিকুর রহমানসহ নৌবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এদিকে বিতরণ শেষে সাংবাদিকদের ভোলা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার (লেঃ) এম ফয়সাল বিন রশীদ জানান, ভোলায় স্বাস্থ্য বিধি নিশ্চিত ও করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক প্রচার-প্রচরনার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের মধ্যে আমরা ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি। আজকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থয়ানে ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগীতায় ২০টি অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে জালসহ নৌকা,ছাগল ও ভ্যান গাড়ী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়