শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০১:৫২ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলায় নিম্ন আয়ের মানুষদের মাঝে নৌ-বাহিনীর উপহার সামগ্রী বিতরণ

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: [২] ভোলায় আর্থ সামাজিক উন্নয়নে নিম্ন আয়ের অসহায় ২০ টি পরিবারের মধ্যে বাংলাদেশ নৌ-বাহিনীর সহযোগিতায় ভ্যান গাড়ী , ছাগল, মাছ ধরার নৌকা ও জাল বিতরণ করা হয়েছে।

[৩] জেলার সাতটি উপজেলা থেকে প্রকৃত কর্মহীন ও অসহায় পরিবারের তালিকা সংগ্রহ করে বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থয়ানে ভোলা সদর উপজেলার ব্যাংকের-হাট বাজারে ওইসব পরিবার গুলোর মধ্যে ৩ টি পরিবারকে ভ্যান গাড়ী, ১০ টি পরিবারকে ছাগল ও ৭ টি জেলে পরিবারকে মাছ ধরার নৌকাসহ জাল বিতরণ করেন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার (লেঃ) এম ফয়সাল বিন রশীদ।

[৪] এসময় উপস্থিত ছিলেন, সহকারী কন্টিনজেন্ট কমান্ডার (লেঃ) কমান্ডার আশিকুর রহমানসহ নৌবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এদিকে বিতরণ শেষে সাংবাদিকদের ভোলা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার (লেঃ) এম ফয়সাল বিন রশীদ জানান, ভোলায় স্বাস্থ্য বিধি নিশ্চিত ও করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক প্রচার-প্রচরনার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের মধ্যে আমরা ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি। আজকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থয়ানে ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগীতায় ২০টি অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে জালসহ নৌকা,ছাগল ও ভ্যান গাড়ী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়