শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০১:২৩ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কোভিডে আক্রান্ত হয়ে আনসার বাহিনীর একজন কর্মকর্তা মারা গেছেন

সুজন কৈরী : [২] মৃত ওই কর্মকর্তা হলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাগেরহাট জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান (৪৫)। এ নিয়ে আনসার বাহিনীর মোট ৪ জন সদস্য কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন।

[৩] আনসার বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন বলেন, গত ১১ জুলাই মিজানুর রহমান কোভিড উপসর্গ নিয়ে মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগাওে পাঠানো হলে বৃহস্পতিবার রিপোর্ট পজেটিভ আসে।

[৪] মিজানুর রহমান ২০০৫ সালের ১০ নভেম্বর আনসার বাহিনীতে সার্কেল অ্যাডজুট্যান্ট পদে যোগদান করেন। ২০১৯ সালের ১৯ আগষ্ট তিনি সহকারী পরিচালক পদে পদোন্নতি পান। [৫] মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি বরিশালের কোতয়ালীর বাঘিয়া গ্রামে। মৃত্যুর আগে মিজানুর রহমান অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

[৬] মিজানুর রহমানের মৃত্যুতে আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ শোক প্রকাশ করে বলেন, বাহিনী একজন চৌকস কর্মকর্তা হারালো।

[৭] মহাপরিচালকের নির্দেশে সরকারী নির্দেশনা অনুসরণ করে মিজানুরের মরদেহ গ্রামের বাড়ি বরিশালে দাফন করা হয়েছে। মহাপরিচালকের পক্ষে বরিশাল জেলার জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেহার আলী স্বাস্থ্য অধিদপ্তরের জারীকৃত প্রটোকল অনুযায়ী মরহুমের দাফন কাজ সম্পন্ন করেন।

[৮] বৃহস্পতিবার পর্যন্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে মোট ৮৮৩ জন সদস্য কোভিড আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৮১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়