শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০১:২৩ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কোভিডে আক্রান্ত হয়ে আনসার বাহিনীর একজন কর্মকর্তা মারা গেছেন

সুজন কৈরী : [২] মৃত ওই কর্মকর্তা হলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাগেরহাট জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান (৪৫)। এ নিয়ে আনসার বাহিনীর মোট ৪ জন সদস্য কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন।

[৩] আনসার বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন বলেন, গত ১১ জুলাই মিজানুর রহমান কোভিড উপসর্গ নিয়ে মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগাওে পাঠানো হলে বৃহস্পতিবার রিপোর্ট পজেটিভ আসে।

[৪] মিজানুর রহমান ২০০৫ সালের ১০ নভেম্বর আনসার বাহিনীতে সার্কেল অ্যাডজুট্যান্ট পদে যোগদান করেন। ২০১৯ সালের ১৯ আগষ্ট তিনি সহকারী পরিচালক পদে পদোন্নতি পান। [৫] মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি বরিশালের কোতয়ালীর বাঘিয়া গ্রামে। মৃত্যুর আগে মিজানুর রহমান অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

[৬] মিজানুর রহমানের মৃত্যুতে আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ শোক প্রকাশ করে বলেন, বাহিনী একজন চৌকস কর্মকর্তা হারালো।

[৭] মহাপরিচালকের নির্দেশে সরকারী নির্দেশনা অনুসরণ করে মিজানুরের মরদেহ গ্রামের বাড়ি বরিশালে দাফন করা হয়েছে। মহাপরিচালকের পক্ষে বরিশাল জেলার জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেহার আলী স্বাস্থ্য অধিদপ্তরের জারীকৃত প্রটোকল অনুযায়ী মরহুমের দাফন কাজ সম্পন্ন করেন।

[৮] বৃহস্পতিবার পর্যন্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে মোট ৮৮৩ জন সদস্য কোভিড আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৮১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়