দেবদুলাল মুন্না:[২] গত বুধবার ওবামা-বাইডেন-বিল গেটস-বেজোস সহ অনেক বিখ্যাতদের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিং’র পর বৃহস্পতিবার ভোরে টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি এক টুইটে ‘টুইটারের জন্য সবচেয়ে কঠিন দিন। যা ঘটেছে তার জন্য আমরা সবাই বিপর্যস্ত’ বলার কয়েক ঘন্টা পরই চীনা হ্যাকারদের প্রতি সন্দেহ পোষণ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি। খবর, দ্যা পলিটিকো ও টেকডটনেট
[৩] হ্যাকার গ্রুপগুলোর নতুন কার্যক্রম পর্যবেক্ষণকারী গুগলের থ্রেট অ্যানালিসিস গ্রুপও একই কথা বলেছে। তবে নির্দিষ্ট করে কারো বা কেন প্রতিষ্ঠানের নাম বলা হয়নি।
[৪] গুগলের থ্রেট অ্যানালিসিস গ্রুপ জানায়, চলতি বছরের শুধুমাত্র এপ্রিলেই ১৭৭৫ অ্যাকাউন্টে হ্যাকিং প্রচেষ্টার ব্যাপারে সতর্কবার্তা পাঠিয়েছে প্রতিষ্ঠানটির সাইবার নিরাপত্তা বিভাগ। বিভিন্ন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হ্যাকাররা ওই অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছিল বলে উল্লেখ করা হয়। ওই হ্যাকার গ্রুপগুলোর মধ্যে অধিকাংশই চীনভিত্তিক বলে দাবি করছে।রয়টার্স
[৫] সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, কোভিডকালে হ্যাকিং বেড়েছে । তবে এরকম বিশ্বব্যাক্তিত্ব দের একাউন্ট এতো দুর্বল সেটি কখনো ভাবা হয়নি।