রাশিদ রিয়াজ : [২] গত এপ্রিল থেকে জুলাইয়ে ১৫টিরও বেশি বিদেশি কোম্পানি ভারতে প্রায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগের কথা জানিয়েছে। যার পরিমাণ ১ লাখ ৫০ হাজার ৫৪৫ কোটি রুপি। ফোর্বস
[৩] গুগল আগামী ৭ বছরে ভারতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। ওয়ালমার্ট জানায়, ফ্লিপকার্টে তারা আরও ১০২ কোটি ডলার বিনিয়োগ করবে। এছাড়া ফক্সকন ভারতে কারখানার সম্প্রসারণে১’শ কোটি ডলার ও ফেসবুক রিলায়েন্স জিও প্ল্যাটফর্মে বিনিয়োগ করবে ৫৭০ কোটি ডলার। মার্কিন কর্পোরেট ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড কোয়ালকম ভেঞ্চারজিও প্ল্যাটফর্মসে বিনিয়োগ করবে ৭৩০ কোটি রুপি।
[৪] ফ্রাান্সের টমসন ভারতে বিনিয়োগ করবে ১ হাজার কোটি টাকা। উইওয়ার্ক বিনিয়োগ করবে ১০ কোটি ডলার। জাপানের হিতাচি ১ কোটি ৫৯ লাখ ডলার, দক্ষিণ কোরিয়ার কিয়া মোটর্স ৪০০ কোটি রুপি, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড জিও প্ল্যাটফর্মে বিনিয়োগ করবে ১১ হাজার কোটি রুপি। এছাড়া এসজিএস, অ্যাক্সটেরিয়া, এফ ফাইভ, সুজুকি এবং স্যামসাং ভারতে নতুন অফিস খুলবে।
[৬] সর্বশেষ জিও প্ল্যাটফর্মে ৩৩ হাজার ৭৩৭ কোটি রুপির বেশি বিনিয়োগের কথা জানিয়েছে গুগল। বিনিময়ে জিও প্ল্যাটফর্মের ৭.৭ শতাংশ শেয়ারের মালিক হবে গুগল।
[৭] মার্কিন কোম্পানি জেনারেল আটলান্টিক জিও প্ল্যাটফর্ম লিমিটেডের ৮৭ কোটি ৩০ লক্ষ ডলারের শেয়ার কিনেছে।
[৮] জিও-র গ্রাহক সংখ্যা ৪০ কোটির বেশি। এদের ব্যবহার করে জিও খুচরো, শিক্ষা ও পেমেন্টের ব্যবসা বাড়াতে চায়।