শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতিয়ায় বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত, আগ্নেয়াস্ত্রসহ আটক ৪

মোহাম্মদ সোহেল, নোয়াখালী : [২] নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু কমান্ডার মো.বাহার উদ্দিন (৪২) নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৬টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজসহ ৪ জলদস্যুকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শূণ্যেরচর গ্রামের সূর্যমুখী ঘাট এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

[৪] নিহত জলদস্যু মো.বাহার উদ্দিন হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিরচর গ্রামের শাহ আলমের ছেলে।

[৫] আটককৃতরা হলেন- রাজবাড়ি জেলার কালিয়াকান্দি থানার মো.শাহাদাত শেখ’র ছেলে মো. শান্ত শেখ (২১), হাতিয়া উপজেলার বান্দাখালী গ্রামের বাদশা মাঝির ছেলে মো.ইউছুফ (৩৫), হাতিয়ার দক্ষিণ শান্তিপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে আলাউদ্দিন (৪০), হাতিয়ার চরকয়লাস গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. মুরাদ হোসেন (৩০)।

[৬] র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সব আলামতসহ নিহত জলদস্যুর লাশ পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে। ৬টি আগ্নেয়াস্ত্রসহ আটককৃত ৪জনকে থানায় হস্তান্তর পূর্বক তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়