শিরোনাম

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর্ডেনকে পরাজিত করতে চতুর্থবারের মতো দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ডের বিরোধী দল

লিহান লিমা: [২] আসন্ন সাধারণ নির্বাচনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আর্ডেনকে বিরুদ্ধে লড়াই করতে দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে বিরোধী দল মধ্য-ডানপন্থী ন্যাশনাল পার্টি। নেত্বত্ব পাওয়ার মাত্র ৫৩ দিন পরই দলের প্রধান টোড মুলার হঠাৎ করেই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ইয়ন

[৩] দ্য গার্ডিয়ান বলছে, উদার এবং সহানুভূতিশীল হিসেবে পরিচিত আর্ডের্নের সঙ্গে ১৯ সেপ্টেম্বরের নির্বাচনে দ্বন্দ্ব করতে লড়াকু ও কঠোর রক্ষণশীল আইনপ্রণেতা জুডিথ কলিনসকে (৬১) নতুন নেতা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নিজকে জুডিথ কলিনস মার্গারেট থ্যাচারের প্রতিমূর্তি হিসেবেই দাঁড় করিয়েছেন। যখন টোড মুলার মন্তব্য করেছিলেন তিনি কেবলমাত্র ‘বিরোধীতার স্বার্থে’ সরকারের বিরোধীতা করতে পারবেন না তখন কলিনস বলছেন, ‘আমি আর্ডের্নকে জবাবদিহি করতে বাধ্য করবো।’

[৪] সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আশা করছি ন্যাশনাল পার্টি ১৯ সেপ্টেম্বরের নির্বাচনে অন্যদের চূর্ণ করে দেবে।’

[৫] তবে কলিনস স্বীকার করেন আর্ডের্নের বিরুদ্ধে লড়াই করা কঠিন হবে। নিউজিল্যান্ডকে করোনামুক্ত করে আর্ডেন তার জনপ্রিয়তায় যেনো পাখা লাগিয়েছেন। জনমত সমীক্ষায় আর্ডের্নের মধ্য-বামপন্থী লেবার পার্টি ৫০ শতাংশ ও ন্যাশনাল পার্টির ৩৮ শতাংশ সমর্থন রয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়