শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলবুল সাময়িক বরখাস্ত

হবিগঞ্জ প্রতিনিধি: [২] অস্ত্র মামলায় দশ বছরের সাজার আদেশপ্রাপ্ত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বুলবুল খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বর্তমানে তিনি জামিনে আছেন।

[৩] মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার উপ সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। একই সাথে চেয়ারম্যানের পদ থেকে চূড়ান্তভাবে কেন তাকে অপসারণ করা হবে না সেজন্য দশ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

[৪] প্রজ্ঞাপনে বলা হয়, শায়েস্তাগঞ্জ উপজেলাধীন ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বুলবুল খান স্পেশাল ট্রাইব্যুনালের মামলায় আদালত থেকে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তাই তার দ্বারা ইউনিয়ন পরিষদ ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোনে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।

[৫ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন স্থানীয় জেলা প্রশাসকও। চেয়ারম্যান বুলবুল খানের অপরাধ কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ), আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

[৬] বিকেলে হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সাময়িক বরখাস্তের পাশাপাশি চেয়ারম্যান বুলবুল খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দশ কার্যদিবসের মধ্যে উপযুক্ত জবাব দিতে না পারলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

[৭] উল্লেখ্য, ২০১২ সালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটারিয়ন (র‌্যাব)-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা বুলবুল খানকে একটি রিভলবারসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় বিশেষ ট্রাইব্যুনালে অস্ত্র আইনে একটি মামলা (৪০/২০১২) দায়ের করা হয়।

[৮] কিছুদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। পরবর্তীতে দীর্ঘ আট বছর পর গত ৪ ফেব্রুয়ারি হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালত-২ এর বিচারক শহীদুল আমীন তার বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশের রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আদালতে উপস্থিত ছিলেন। বুলবুল খান শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের বাসীন্দা। দীর্ঘ সাত বছর ধরে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়