শিরোনাম
◈ জাতিসংঘ সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে প্রস্তাব পাস ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৩:৩৯ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএডিসির সক্ষমতার অভাবে উদ্ভাবিত বিজ পাচ্ছে না কৃষকরা

শরীফ শাওন : [২] খাদ্য ও কৃষিপণ্য আমদানি ব্যয় বছরে ৮৪ হাজার কোটি টাকা ।বিশ্বব্যাংক বলছে, খাদ্য ও কৃষিপণ্য আমদানিতে বাংলাদেশ প্রতিবছর ব্যয় করছে ৬০ হাজার কোটি টাকার বেশি। সম্প্রতি বেড়েছে তুলা আমদানি, ২০১৮-১৯ অর্থবছরে এ খাতে ব্যয় হয়েছে ২৪ হাজার কোটি টাকার বেশি।

[৩] বিশেষজ্ঞদের মতে, ভোজ্যতেল, তেলবীজ, দুধ ও দুগ্ধজাত পণ্য, ডালবীজ, ফল ও মসলাপণ্যের ক্ষেত্রে এখনো অনেকটাই আমদানিনির্ভর বাংলাদেশ। এর প্রধান কারন হিসেবে দেখছেন সঠিক পরিকল্পনাভিত্তিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন।

[৪] নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজ্ঞানী বলেন, সম্প্রতি পেঁয়াজ নিয়ে দুর্ভোগে পড়ার পর বিএডিসিকে উন্নত জাতের বিজ উৎপাদন বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। তবে অনেক ক্ষেত্রেই বিএডিসির সীমাবদ্ধতার কারণে উদ্ভাবিত হাইব্রিড বিজ উৎপাদনে না যাওয়ায় কৃষকদের মাঝে সরবরাহ করা সম্ভব হয় না। ফলে আমদানি নির্ভরতা থেকেই যায়।

[৫] মসলা গবেষণা কেন্দ্র বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হামিম রেজা বলেন, আমরা যেসকল জাত উদ্ভাবন করেছি তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের কাছে পৌছানোর ব্যবস্থা করছি। বর্তমানে সবচেয়ে বেশি ঘাটতি পেঁয়াজে। বছরে চাহিদা ৩২-৩৩ লাখ মেট্রেক টন হলেও ঘাটতি হচ্ছে ১০ থেকে ১২ লাখ মেট্রিক টন। ২ লক্ষ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। আমাদের উদ্ভাবিত উন্নত জাতের বিজে প্রতি হেক্টরে ১৬ থেকে ২০ টন ফলন হয়। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়