শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিলনাড়ুর খ্যাতনামা ডাক্তারের শেষকৃত্য করলেন মুসলিমরা

ইসমাঈল আযহার: [২] তামিলনাড়ুর খ্যাতনামা এই ডাক্তার বিষ্ণুপ্রিয়া থাঞ্জাভুরের একটি বেসরকারি হাসপাতালে কোভিডে আক্রান্ত হয়ে মারা যান। তার শেষকৃত্য নিয়ে সমস্যা দেখা দিলে তামিলনাড়ু মুসলিম একদল স্বেচ্ছাসেবক তার শেষকৃত্য করেন। পুবের কলম, বাংলা রিপোর্ট

[৩] ডাক্তার বিষ্ণুপ্রিয়ার পরিবারের সদস্যদের অনুরোধে তারা অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে গিয়ে কুম্বাকোনাম পেরুমান্ডি সিমেট্রিতে শেষকৃত্য সম্পন্ন করে। ডাক্তার বিষ্ণুপ্রিয়ার স্বামী ডাক্তার রামমূর্তিও একজন পরিচিত সার্জেন।

[৪] স্বেচ্ছাসেবী সংগঠন এমএমকের সভাপতি এম এইচ জহিরুল্লাহ বলেন, প্রাণের ঝুঁকি নিয়ে এইসব যুবকরা প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছেন। টিএমএমকে ও এম এমকের স্বেচ্ছাসেবীরা ইতিমধ্যে ২০০ টি মৃতদেহ সৎকার করেছেন৷।এর মধ্যে ১৬২ টি ভিন ধর্মের। করোনায় মৃত নয় এমন ব্যক্তিও এর মধ্যে রয়েছে। রাজ্যে করোনায় মৃতদের মধ্যে ১০ শতাংশের শেষকৃত্য করেছেন এই যুবকরা। তাদের এই কাজের প্রশংসা আসছে বিভিন্ন মহল থেকে।

[৫] প্রসঙ্গত, কোভিড-১৯ সংক্রমণের ভয়ে নিজ পরিবারের সদস্যের লাশও সৎকার করতে পিছপা অনেকে। এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে মুসলিম স্বেচ্ছাসেবকরা। সারা দেশের বেশ কয়েকটি রাজ্যেই এই পদক্ষেপ নিয়েছে তারা। মুম্বইতে একটি মুসলিম কবরস্থানের কর্মীরা স্বতঃপ্রণোদিত হয়ে হিন্দুদের শেষকৃত্য করছেন নিষ্ঠার সঙ্গে। পরিবারকে জোগাড় করে দিচ্ছেন ডেথ সার্টিফিকেটও। মানবতার নজির সৃষ্টি করছেন এই মুসলিমরাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়