সম্প্রতি তুরস্ক সরকারের অর্থায়নে পরিচালিত বহুল আলোচিত ‘তুর্কিয়ে বুরসলারি স্কলারশিপ’–এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
বিদেশে উচ্চশিক্ষা নিতে চান, কিন্তু খরচ বড় বাধা? সে ক্ষেত্রে স্কলারশিপ হতে পারে সেড়া উপায়। সম্প্রতি তুরস্ক সরকারের অর্থায়নে পরিচালিত বহুল আলোচিত ‘তুর্কিয়ে বুরসলারি স্কলারশিপ’–এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে কার্যকর এই বৃত্তির আওতায় বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবেন।
তুরস্কের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণার সুযোগ ও ভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা সবকিছু একসঙ্গে পাওয়ার সুযোগ থাকছে এই স্কলারশিপে। তুর্কিয়ে বুরসলারি একটি সম্পূর্ণ অর্থায়িত সরকারি স্কলারশিপ। অর্থাৎ পড়াশোনা থেকে শুরু করে থাকা-খাওয়া সব ব্যয়ই বহন করবে তুরস্ক সরকার। সবচেয়ে বড় বিষয়, এই বৃত্তিতে আবেদন করতে কোনো ফি লাগবে না।
সুযোগ-সুবিধা
নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—
কারা আবেদন করতে পারবেন
বিভিন্ন স্তরে আবেদনের যোগ্যতা আলাদা—
স্নাতক:
বয়স: ২১ বছরের কম
ফলাফল: ন্যূনতম ৭০ শতাংশ
স্নাতকোত্তর:
বয়স: ৩০ বছরের নিচে
ফলাফল: ন্যূনতম ৭৫ শতাংশ
পিএইচডি:
বয়স: ৩৫ বছরের কম
যেসব কাগজপত্র লাগবে
কর্তৃপক্ষ জানিয়েছে, অস্পষ্ট ছবি বা অননুমোদিত ট্রান্সক্রিপ্ট থাকলে আবেদন বাতিল হতে পারে।
স্কলারশিপের মেয়াদ
কোন কোন বিষয়ে পড়ার সুযোগ থাকবে
অ্যাকাউন্টিং, আইন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ব্যবসা প্রশাসন, কৃষিবিজ্ঞান, আর্কিটেকচার, বায়োটেকনোলজি, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ প্রায় সব প্রধান একাডেমিক বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত https://tbbs.turkiyeburslari.gov.tr/ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি, ২০২৬