শিরোনাম
◈ পর্তুগালের নতুন আইন, অভিবাসীদের জন্য দুঃসংবাদ  ◈ নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত নয়—গণমাধ্যমকে সতর্ক করলেন ইসি সচিব ◈ ব্রাদার্স ইউ‌নিয়ন‌কে ৫-১ গো‌লে হারা‌লো বসুন্ধরা কিংস  ◈ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোয়  'ক্লাস ও পরীক্ষা বন্ধ'  ◈ একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: প্রস্তুত ৪২ হাজার ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৮ হাজারের বেশি ◈ কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স ◈ চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল ◈ দুর্যোগ মোকাবিলায় ভলান্টিয়ারদের ভূমিকা শক্তিশালী করতে সরকারের নতুন পরিকল্পনা ◈ খালেদা জিয়ার জন্য সারাদেশে বিশেষ দোয়া ◈ কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা রয়েছে

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে অপহরণ চক্রের সহযোগী দেশে আটক, মুক্তিপণের টাকা উদ্ধার

সুজন কৈরী : [২] রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল্লাহ-আল-মাহমুদকে (৩৫) গ্রেপ্তার করে র‌্যাব- ৩।

[৩] র‌্যাব জানায়, গত ৭ জুলাই মো. আবুল হোসেনকে (৪৫) রিয়াদ থেকে অপহরণ কওে সজীব, মিলনসহ আরো কয়েকজন। অপহরণকারীরা আবুলের মোবাইল দিয়ে বাংলাদেশে তার স্ত্রী ও ভাইকে ভিডিও কলে শারীরিক নির্যাতনের দৃশ্য দেখায় এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে তাকে হত্যার হুমকি দেয়া হয়।

[৪] এরপর আব্দুল্লাহ-আল-মাহমুদ তার ব্যক্তিগত ৪টি বিকাশ নম্বর ভুক্তভোগীর ছোট ভাই সৌদি আরব প্রবাসী মো. আহসান উল্লাহ এবং দেশে থাকা ভুক্তভোগীর স্ত্রী ও ছোট ভাই মো. ইসমাইলকে দেন। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ৫ লাখ টাকা থেকে সমঝোতার মাধ্যমে ১ লাখ মুক্তিপণ হিসেবে দিতে সম্মত হয় এবং আব্দুল্লাহ-আল-মাহমুদের বিভিন্ন বিকাশ নম্বরে মোট ১ লাখ ২ হাজার টাকা পাঠায়।

[৫] এরপরও অবস্থায় উন্নতি না হলে ভুক্তভোগীর স্ত্রী ও ছোট ভাই র‌্যাব-৩ কার্যালয়ে অভিযোগ দেন। এরপর অভিযানে নামে র‌্যাব।

[৬] এদিকে বিষয়টি জানতে পেরে সৌদি পুলিশ রিয়াদ থেকে বৃহস্পতিবার অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও সজিবসহ আরও ৪ অপহরণকারীকে আটক করে। ভুক্তভোগী শারীরিকভাবে অসুস্থ থাকায় বর্তমানে সৌদি আরবের রিয়াদে চিকিৎসাধীন রয়েছেন।

[৭] আটক আব্দুল্লাহ-আল-মাহমুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৩। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়