শিরোনাম
◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে অপহরণ চক্রের সহযোগী দেশে আটক, মুক্তিপণের টাকা উদ্ধার

সুজন কৈরী : [২] রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল্লাহ-আল-মাহমুদকে (৩৫) গ্রেপ্তার করে র‌্যাব- ৩।

[৩] র‌্যাব জানায়, গত ৭ জুলাই মো. আবুল হোসেনকে (৪৫) রিয়াদ থেকে অপহরণ কওে সজীব, মিলনসহ আরো কয়েকজন। অপহরণকারীরা আবুলের মোবাইল দিয়ে বাংলাদেশে তার স্ত্রী ও ভাইকে ভিডিও কলে শারীরিক নির্যাতনের দৃশ্য দেখায় এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে তাকে হত্যার হুমকি দেয়া হয়।

[৪] এরপর আব্দুল্লাহ-আল-মাহমুদ তার ব্যক্তিগত ৪টি বিকাশ নম্বর ভুক্তভোগীর ছোট ভাই সৌদি আরব প্রবাসী মো. আহসান উল্লাহ এবং দেশে থাকা ভুক্তভোগীর স্ত্রী ও ছোট ভাই মো. ইসমাইলকে দেন। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ৫ লাখ টাকা থেকে সমঝোতার মাধ্যমে ১ লাখ মুক্তিপণ হিসেবে দিতে সম্মত হয় এবং আব্দুল্লাহ-আল-মাহমুদের বিভিন্ন বিকাশ নম্বরে মোট ১ লাখ ২ হাজার টাকা পাঠায়।

[৫] এরপরও অবস্থায় উন্নতি না হলে ভুক্তভোগীর স্ত্রী ও ছোট ভাই র‌্যাব-৩ কার্যালয়ে অভিযোগ দেন। এরপর অভিযানে নামে র‌্যাব।

[৬] এদিকে বিষয়টি জানতে পেরে সৌদি পুলিশ রিয়াদ থেকে বৃহস্পতিবার অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও সজিবসহ আরও ৪ অপহরণকারীকে আটক করে। ভুক্তভোগী শারীরিকভাবে অসুস্থ থাকায় বর্তমানে সৌদি আরবের রিয়াদে চিকিৎসাধীন রয়েছেন।

[৭] আটক আব্দুল্লাহ-আল-মাহমুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৩। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়