শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে অপহরণ চক্রের সহযোগী দেশে আটক, মুক্তিপণের টাকা উদ্ধার

সুজন কৈরী : [২] রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল্লাহ-আল-মাহমুদকে (৩৫) গ্রেপ্তার করে র‌্যাব- ৩।

[৩] র‌্যাব জানায়, গত ৭ জুলাই মো. আবুল হোসেনকে (৪৫) রিয়াদ থেকে অপহরণ কওে সজীব, মিলনসহ আরো কয়েকজন। অপহরণকারীরা আবুলের মোবাইল দিয়ে বাংলাদেশে তার স্ত্রী ও ভাইকে ভিডিও কলে শারীরিক নির্যাতনের দৃশ্য দেখায় এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে তাকে হত্যার হুমকি দেয়া হয়।

[৪] এরপর আব্দুল্লাহ-আল-মাহমুদ তার ব্যক্তিগত ৪টি বিকাশ নম্বর ভুক্তভোগীর ছোট ভাই সৌদি আরব প্রবাসী মো. আহসান উল্লাহ এবং দেশে থাকা ভুক্তভোগীর স্ত্রী ও ছোট ভাই মো. ইসমাইলকে দেন। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ৫ লাখ টাকা থেকে সমঝোতার মাধ্যমে ১ লাখ মুক্তিপণ হিসেবে দিতে সম্মত হয় এবং আব্দুল্লাহ-আল-মাহমুদের বিভিন্ন বিকাশ নম্বরে মোট ১ লাখ ২ হাজার টাকা পাঠায়।

[৫] এরপরও অবস্থায় উন্নতি না হলে ভুক্তভোগীর স্ত্রী ও ছোট ভাই র‌্যাব-৩ কার্যালয়ে অভিযোগ দেন। এরপর অভিযানে নামে র‌্যাব।

[৬] এদিকে বিষয়টি জানতে পেরে সৌদি পুলিশ রিয়াদ থেকে বৃহস্পতিবার অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও সজিবসহ আরও ৪ অপহরণকারীকে আটক করে। ভুক্তভোগী শারীরিকভাবে অসুস্থ থাকায় বর্তমানে সৌদি আরবের রিয়াদে চিকিৎসাধীন রয়েছেন।

[৭] আটক আব্দুল্লাহ-আল-মাহমুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৩। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়