শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুসলিম ও ইহুদিদের সংক্রমিত করতে নিও নাজিদের আহ্বান

ডেস্ক রিপোর্ট : [২] নিও নাজি ও উগ্র ডানপন্থীরা তাদের অনুসারীদের আহ্বান জানিয়েছে তারা যেন ইহুদি ও মুসলিমদের ‘পরিকল্পিতভাবে’ করোনায় সংক্রমিত করে। যুক্তরাজ্যের একটি কাউন্টার টেরোরিজম এজেন্সি এ বিষয়ে সতর্ক করেছে। মহামারীকে এই উগ্রবাদীরা কাজে লাগাতে চাইছে বলে জানিয়েছে সংস্থাটি।

যুক্তরাজ্যের কমিশন ফর কাউন্টারিং এক্সট্রিমিজম বলেছে, মহামারী শুরুর পর থেকেই এ থেকে সুবিধা নেয়ার জন্য উগ্র ডান, বাম ও ইসলামী গোষ্ঠীগুলোর বিভিন্ন পরিকল্পনার বিষয়ে তারা তথ্য পাচ্ছে।

[৩] কমিশন জানিয়েছে, কিছু ইসলামী সংগঠন কভিড-১৯ মহামারীকে চীনের উইঘুর মুসলিমদের ওপর দমনের শাস্তি হিসেবে কিংবা পশ্চিমাবিরোধী প্রচারণায় কাজে লাগাচ্ছে।

এবার জানা গেছে ব্রিটেনের উগ্র ডানপন্থী ও নিও নাজি দলগুলো সংখ্যালঘুবিরোধী তত্পরতার কথা। এরা অনেকে ছড়াচ্ছে যে এই মহামারী ইহুদিদের ষড়যন্ত্র। অন্যদিকে ডানপন্থী নেতারা মহামারীকে কাজে লাগিয়ে অভিবাসী বিরোধী ও বর্ণবাদী মন্তব্য করছেন।

[৪] এদিকে জুন মাসে চিফ সুপারিনটেনডেন্ট নিক অ্যাডামস সতর্ক করেছিলেন যে সমাজে ঝুঁকিতে থাকা কিছু মানুষকে সন্ত্রাসী আক্রমণে ব্যবহার করা হতে পারে, কারণ মহামারীর কারণে স্কুল, মানসিক ও সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে।

কমিশন জানিয়েছে, ভিত্তিহীন ষড়যন্ত্র ও মিথ্যা তথ্য মূলত অনলাইনে প্রচার করা হচ্ছে। রিপোর্টে বলা হয়, মুসলিমদের লকডাউন ভাঙার একটি ভুয়া খবর ২৭০০ বার শেয়ার করা হয়েছে। একটি সমীক্ষা বলছে, এ ধরনের ভুয়া খবরের পোস্ট ৯০ শতাংশ ক্ষেত্রেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরিয়ে নেয় না।

সিএনএন, বণিক বার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়