শিরোনাম
◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল ◈ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন: ইসি মাছউদ ◈ নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না: ডাকসু ভিপি (ভিডিও) ◈ জুলাই সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না: নাহিদ ইসলাম

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই, বাবু নগরীর প্রসঙ্গে আল্লামা শফী (ভিডিও)

ইয়াসিন আরাফাত : [২] হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং নিজেদের মধ্যে কোনো বিরোধ নেই বলে এক যৌথ বিবৃতি দিয়েছেন আল্লামা শফী ও জুনায়েদ বাবু নগরী। বিবৃতিতে হেফাজতের মহাসচিব পদে বাবুনগরী আগের মতোই দায়িত্বে রয়েছেন এবং কোনো পরিবর্তন হয়নি বলে জানান হেফাজতে ইসলামের আমীর আল্লামা শফী।

[৩] বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় আল্লামা শফী ও জুনায়েদ বাবু নগরীর উপস্থিতিতে এক যৌথ ভিডিও বার্তার মাধ্যমে এই বিবৃতি প্রদান করা হয়। দুজনের পক্ষে পাশে বসেই এই বিবৃতি পাঠ করেন হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানি।

[৪] বিবৃতে আল্লামা শফী বলেন, ‘জীবনের শেষ প্রান্তে এসে সবার দোয়ায় আমি এখনো বেঁচে আছি। হাটহাজারী মাদ্রাসাকে নিয়ে তিলকে তাল করে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। আমরা আগের মতোই আছি। হাটহাজারী মাদ্রাসা আগের মতোই আছে। হেফাজতে ইসলামের মহাসচিব পদে কোনো পরিবর্তন হয়নি। হেফাজতে ইসলাম আগের মতোই আছে এবং থাকবে। দেশের জন্য কাজ করে যাবে।’

[৫] বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী বলেন, ‘আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির জন্য কিছু কিছু পত্রিকা ও ফেসবুকে মিথ্যা লেখালেখি করে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। দূরত্ব সৃষ্টির অপচেষ্টা করেও কেউ সফল হবে না। যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের উদ্দেশ্যে জুনায়েদ বাবুনগরী বলেন ‘থামুন’। ভুল বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধ করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়