মিনহাজুল আবেদীন : [২] কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা সেবায় সরাসরি নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের এককালীন বিশেষ সম্মানী দিচ্ছে সরকার। তবে কোভিডে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এই সম্মানী দেওয়া হবে। বাংলানিউজ
[৩] বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের যুগ্ম-সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের স্বাক্ষরে জারি করা পরিপত্রে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রিয়. কম
[৪] জানা গেছে, বিশেষ সম্মানীর আওতায় শুধুমাত্র কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্য সেবাকর্মীগণ এককালীন ২ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। জাগোনিউজ
[৫] সম্মানী প্রাপ্তির ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর বা নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর ‘সংযুক্তি-ক’ ফরমে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাইপূর্বক সম্মানির জন্য উপযুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর নামের তালিকা স্বাস্থ্য সেবাবিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ করবে। স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তালিকা যথাযথভাবে যাচাই-বাছাইপূর্বক অর্থ বিভাগের সম্মতিক্রমে সম্মানী প্রদানের সরকারি আদেশ জারি করবে। বাংলাট্রিবিউন