লাইজুল ইসলাম : [২] বুধবার (৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এতে আমাদের সক্ষমতা আরো বৃদ্ধি পেলো। প্রতিষ্ঠানটি স্বাস্থ অধিদপ্তরকে কোভিড-১৯ শনাক্তে প্রথম দিক থেকেই সহায়তা করে যাচ্ছে।
[৩] কোভিড-১৯ শনাক্তে সরকারি সহায়তায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি) একটি পিসিআর পরীক্ষাগার প্রথম থেকেই পরিচালনা করছে। তারা নিজস্ব ব্যবস্থাপনায় আরও একটি পিসিআর পরীক্ষাগার চালু করেছে। সেটি হলো আইসিডিডিআরবি মনিকুলার ডায়াগনস্টিক ল্যাবরেটরি। এ নিয়ে বর্তমানে করোনা শনাক্তে পরীক্ষাগারের সংখ্যা দাঁড়ালো ৭৫টিতে।