শিরোনাম
◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়স ১০৬, জয় করেছেন দুই মহামারী

সালেহ্ বিপ্লব: দিল্লির এই বাসিন্দার নামধাম জানা যায়নি এখনো। সম্প্রতি তাকে রাজীব গান্ধি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হয়েছে। ১৯১৮ সালে মাত্র ৪ বছর বয়সে প্রাণঘাতী রোগ স্প্যানিশ ফ্লুয়ের কবলে পড়েন দিল্লির ওই বাসিন্দা। সেই সময়েও তিনি ফ্লুর বিরুদ্ধে লড়ে জয়ী হন। এনডিটিভি বাংলা, বিজনেস স্ট্যান্ডার্ড

তবে এবার তিনি একা নন, কোভিডের কবলে পড়েছিলেন পরিবারের সদস্যরাও। ৭০ বছরের ছেলে ও পরিবারের আর সবাই এখন সুস্থ।

চিকিৎসকরা স্যালুট করছেন ১০৬ বছরের ওই বৃদ্ধের মন ও শরীরের জোরকে। একজন চিকিৎসক জানিয়েছেন, ওই বৃদ্ধ তার ছেলের থেকেও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

আজ থেকে ১০২ বছর আগে মহামারী আকারে দেখা দিয়েছিল স্প্যানিশ ফ্লু, সেই সময় সারা বিশ্বের এক তৃতীয়াংশের মানুষ এই রোগের কবলে পড়েছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, মহামারী মারাত্মক আকার ধারণ করে এবং গোটা বিশ্বের আনুমানিক ৪০ মিলিয়ন মানুষের প্রাণ যায়। বিশ্বের মোট মৃত্যুর প্রায় এক-পঞ্চমাংশ ছিলো ভারতীয় উপমহাদেশে।

১০২ বছর পর ২০২০ সালে এসে আরেক মহামারীর কবলে পড়েছে বিশ্ব। কোভিড-১৯ এ ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৭ি লক্ষ ৪৩ হাজারে ৪৮১ পৌঁছে গিয়েছে। এখন‌ও পর্যন্ত প্রাণ গিয়েছে ২০ হাজার ৬৫৩ জনের।

সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৫৭ হাজারের বেশি মানুষ। তাদের কাতারে আছেন ১০৬ বছর বয়সী এই লড়াকু মানুষটি, সপরিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়