শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়স ১০৬, জয় করেছেন দুই মহামারী

সালেহ্ বিপ্লব: দিল্লির এই বাসিন্দার নামধাম জানা যায়নি এখনো। সম্প্রতি তাকে রাজীব গান্ধি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হয়েছে। ১৯১৮ সালে মাত্র ৪ বছর বয়সে প্রাণঘাতী রোগ স্প্যানিশ ফ্লুয়ের কবলে পড়েন দিল্লির ওই বাসিন্দা। সেই সময়েও তিনি ফ্লুর বিরুদ্ধে লড়ে জয়ী হন। এনডিটিভি বাংলা, বিজনেস স্ট্যান্ডার্ড

তবে এবার তিনি একা নন, কোভিডের কবলে পড়েছিলেন পরিবারের সদস্যরাও। ৭০ বছরের ছেলে ও পরিবারের আর সবাই এখন সুস্থ।

চিকিৎসকরা স্যালুট করছেন ১০৬ বছরের ওই বৃদ্ধের মন ও শরীরের জোরকে। একজন চিকিৎসক জানিয়েছেন, ওই বৃদ্ধ তার ছেলের থেকেও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

আজ থেকে ১০২ বছর আগে মহামারী আকারে দেখা দিয়েছিল স্প্যানিশ ফ্লু, সেই সময় সারা বিশ্বের এক তৃতীয়াংশের মানুষ এই রোগের কবলে পড়েছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, মহামারী মারাত্মক আকার ধারণ করে এবং গোটা বিশ্বের আনুমানিক ৪০ মিলিয়ন মানুষের প্রাণ যায়। বিশ্বের মোট মৃত্যুর প্রায় এক-পঞ্চমাংশ ছিলো ভারতীয় উপমহাদেশে।

১০২ বছর পর ২০২০ সালে এসে আরেক মহামারীর কবলে পড়েছে বিশ্ব। কোভিড-১৯ এ ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৭ি লক্ষ ৪৩ হাজারে ৪৮১ পৌঁছে গিয়েছে। এখন‌ও পর্যন্ত প্রাণ গিয়েছে ২০ হাজার ৬৫৩ জনের।

সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৫৭ হাজারের বেশি মানুষ। তাদের কাতারে আছেন ১০৬ বছর বয়সী এই লড়াকু মানুষটি, সপরিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়