নূর মোহাম্মদ : [২] রাজধানীর মালিবাগের প্রশান্তি হাসপাতালের ওই ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণও চাওয়া হয়েছে। মারা যাওয়া নোয়াখালীর সুবর্ণচরের সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কর্মকর্তা ডা. মহিন উদ্দীন পারভেজের বড় ভাই জসিম উদ্দিন রুবেলের পক্ষে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী জহির উদ্দিন লিমন এ রিট দায়ের করেন।
[৩] আবেদনে ফৌজদারি অপরাধের অভিযোগ এনে হাসপাতালের মালিক ডা. আলিমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়। স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) পরিচালক, পুলিশের মহাপরিদর্শক, শাহজাহানপুর থানার ওসি, প্রশান্তি হাসপাতালের মালিক ও পরিচালকসহ ১১ জনকে বিবাদী করা হয়েছে রিটে।