শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোরবানির পশু পরিবহন করবে রেলওয়ে

বাশার নূরু: [২] রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলওয়েতে প্রতি গরু পরিবহনে ১৫শ’ থেকে আড়াই হাজার টাকা খরচ পরবে। সারাদেশ থেকে রাজধানীতে পশু আনার পরিকল্পনার অংশ হিসাবেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তবে কবে থেকে এই সেবা চালু হচ্ছে তা নিশ্চিত করে জানাননি তিনি।

[৩] মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রতিটি ওয়াগনে ১৬টি গরু নেয়া যাবে। আর ট্রেনে ২৫ থেকে ৩০টি ওয়াগন থাকবে। এতে করে চাঁদাবাজির হাত থেকে রেহাই পাবেন ব্যবসায়ীরা। এদিকে, পশু পরিবহনে ভাড়ার বিষয়ে মন্ত্রণালয় নমনীয় থাকবে বলেও জানান রেলমন্ত্রী।

[৪] মন্ত্রী জানান, খামারি ও ব্যবসায়ীদের সাথে কথা বলে ঠিক করা হবে কবে থেকে এই সেবা চালু হবে। একইসাথে রুট ও স্টেশনও ঠিক করা হবে। উত্তরাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে এই সার্ভিস চলতে পারে। এছাড়া, নিজ নিজ গরুর জন্য খাবার, পানি ও অন্যান্য সরঞ্জাম সাথে নিতে হবে বলে জানান মন্ত্রী।

[৫] বিনা প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে জনগণকে নিরুৎসাহিত করে মন্ত্রী বলেন, সরকার যেহেতু নতুন কোন নির্দেশনা দেয়নি; তাই রেল এখন যেভাবে চলছে সেভাবেই চলবে। নতুন করে কোন ট্রেন চালু বা শিডিউল করা হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়