ইসমাঈল আযহার: [২] করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে প্রায় ২ মাস আগে স্কুলসহ দেশের মসজিদভিত্তিক কোরআন শিক্ষাও বন্ধ ঘোষণা করে ফিলিস্তিন। গত রোববার (৫ জুলাই) থেকে স্বাস্থবিধি মেনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় পুনরায় শুরু হয়েছে কোরআন শিক্ষা।
[৩] এদিকে গাজার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। গাজার একটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজে ২৭ জুন এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে এখবর দিয়েছে।
[৪] উল্লেখ্য, ফিলিস্তিনে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৪১ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ১৭ জন এবং সুস্থ হয়েছে ৪৯১ জন। ওয়াল্ড মেটার ইনফো