শিরোনাম
◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল ◈ ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু, কেজিপ্রতি কত

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ০৩:১৭ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়েত সংসদে প্রবাসী বিল, সেদেশ ছাড়তে হবে ৮ লাখ ভারতীয়কে

রাশিদ রিয়াজ : [২] কুয়েতের জনসংখ্যা ১.৩ মিলিয়ন বা তের লাখ। দেশটিতে বিদেশি নাগরিকদের সংখ্যা ৩ মিলিয়ন বা ৩০ লাখ। প্রস্তাবিত বিলে বলা হয়েছে কুয়েতের জনসংখ্যার ১৫ শতাংশের বেশি কোনো দেশের নাগরিক দেশটিতে প্রবাসী হিসেবে কর্মরত থাকতে পারবেন না। এমন একটি বিল কুয়েতের সংসদে পাশ হওয়ার অপেক্ষায়। এবং তা পাশ হলে অন্তত ৮ লাখ ভারতীয়কে ছাড়তে হবে দেশটি। গালফ নিউজ

[৩] কুয়েতে ভারতীয় নাগরিক রয়েছে ১.৪৫ মিলিয়ন বা ১০ লাখ ৪৫ হাজার।

[৪] কুয়েত সংসদের আইন ও আইনসভা কমিটি বলছে উত্থাপিত বিলটির খসড়া সাংবিধানিক। এখন বিলটি নিয়ে একটি বিস্তৃত পরিকল্পনা করতে তা পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট কমিটিতে। কুয়েত টাইমস

[৫] সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুল পরিমান ভারতীয় নাগরিক কর্মরত রয়েছেন। কোভিড পরিস্থিতি ছাড়াও প্রবাসীদের বিভিন্ন ফি ও বিল বৃদ্ধির কারণে সেসব দেশে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় অনেক ভারতীয় নাগরিকের মত অন্যান্য দেশের নাগরিকও নিজদেশে ফিরতে বাধ্য হচ্ছেন।

[৬] কোভিড পরিস্থিতিতে কুয়েতে প্রবাসীদের অবস্থানের ব্যাপারে দেশটির সরকার এমনিতে কড়াকড়ি অবস্থান নিয়েছে। দেশটির আইনজীবী ও সরকারি কর্মকর্তারা বিদেশিদের সংখ্যা হ্রাস করার আহবান জানিয়েছেন। গত মাসে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ প্রবাসীদের সংখ্যা ৭০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব দেন।

[৭] এর এক সপ্তাহ পর কুয়েত পেট্রোলিয়াম কোম্পানি আর কোনো বিদেশি নাগরিক নিয়োগ না দেয়ার সিদ্ধান্ত নেয়।

[৮] এছাড়া কুয়েতের এমপি ওসামা আল চাহিন সংসদে বিদেশি নাগরিকদের স্থলে কুয়েতি নাগরিকদের নিয়োগের আহবান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়